Bangla News Dunia, দীনেশ :- বাজারে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত বৃদ্ধি লক্ষ্যণীয় হয়েছে। চলতি সপ্তাহে একটি সংশোধন লক্ষ্যণীয় হলেও এখনও স্টক মার্কেটে বিনিয়োগের প্রতি ইনভেস্টরদের দৃষ্টিভঙ্গি খুব ইতিবাচক। তবে, এই বিষয়ে কোন সন্দেহ নেই যে, বাজারের একাধিক অংশ বর্তমানে ব্যয়বহুল হয়ে পড়েছে। বেশ কিছু স্টকে অত্যাধিক মূল্যায়ন লক্ষ্যণীয় হচ্ছে। ফলে, এই মুহূর্তে ইতিবাচক মূল্যায়নে স্টক খুঁজে পাওয়ার বিষয়টি রীতিমতো কঠিন হয়ে উঠেছে। বিনিয়োগ সংক্রান্ত যে কোন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।
বাজারের একাধিক অংশ ব্যয়বহুল হয়ে উঠলেও এই মুহূর্তেও একাধিক খাতে স্টক ক্রয় করার দুর্দান্ত সুযোগ রয়েছে। তবে, সেই খাতগুলির পাশাপাশি যুক্তিসঙ্গত মূল্যায়নে উপযুক্ত স্টক ক্রয় করার সুযোগ খুঁজতে হবে। এই মহূর্তে একটি বড় অংশের বিনিয়োগকারীরা পর্যটন খাতের উপর ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। এই খাতটি সম্প্রতি একটি বড় অংশের বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়ে উঠেছে। পর্যটন খাতে কী এই মুহূর্তে বাস্তবিকভাবেই স্টক ক্রয় করার সুযোগ রয়েছে? সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই খাতটির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন Kotak Mahindra AMC –এর বিশেষজ্ঞ Devender Singhal । পড়ে নিন বিশেষজ্ঞের সম্পূর্ণ বক্তব্য-
আরো পড়ুন :- বাংলাদেশে ‘স্তব্ধ” চিকিৎসা পরিষেবা !
বর্তমানে শেয়ার বাজারে পর্যটনের খাত ঠিক কী অবস্থানে রয়েছে?
দেশের শেয়ার বাজার বর্তমান সময়েও খুব ভালো ছন্দে রয়েছে। বাজারে বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। তবে, ইকুইটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখা প্রয়োজন। আমরা যখনই আমাদের ক্লায়েন্টদের ইকুইটিতে বিনিয়োগের পরামর্শ দিই তাদের সবসময় দীর্ঘ মেয়াদে বিনিয়োগে করার প্রস্তাব করা হয়। কারণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমেই তুলনামূলকভাবে অনেক ভালো পরিমাণের রিটার্ন পাওয়া সম্ভব। আমার মতে, বাজারের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের অন্ততপক্ষে তিন থেকে পাঁচ বছরের মেয়াদে স্টক ক্রয় করার লক্ষ্য রাখা উচিত। এই মেয়াদে বিনিয়োগ করার পদক্ষেপটিকেই উপযুক্ত মনে হচ্ছে।
বর্তমান সময়েও বাজারের বেশ কিছু অংশে স্টক ক্রয় করার খুব ভালো সুযোগ রয়েছে। একটি খাত হিসাবে পর্যটন সেক্টরটিকে বর্তমানে খুব শক্তিশালী মনে হচ্ছে। এই খাতটি আগামীতেও খুব ভালো পারফর্ম করতে পারে। আমরা আরও বেশী সংখ্যার মানুষের মধ্যে ভ্রমণের প্রবণতা লক্ষ্য করছি। কোভিড পরিস্থিতির পর সেক্টরটি খুব দ্রুত প্রত্যাবর্তন করেছে। অ্যাডভেঞ্জার টুরিজম, তীর্থস্থান ভ্রমণ, ব্যবসায়িক ভ্রমণ এই সবকটি বিভাগই বর্তমানে দেশের সামগ্রিক জিডিপিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমার ধারণা, আগামীতেও এই খাতটিতে ভালো পারফর্ম্যান্স অব্যাহত থাকবে। খুব শীঘ্রই দেশে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। উৎসবের মরশুমে এই খাতটিতে আমরা খুব ভালো বৃদ্ধি প্রত্যক্ষ করতে পারি।
আরো পড়ুন :- বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি ‘মমতা’র বিধায়কের !
আরো পড়ুন :- টেলিগ্রাম -ইন্টারনেটে ৫০ টাকায় বিকোচ্ছে ধর্ষণের ভিডিয়ো! নির্যাতিতার নামে পর্ন সার্চ ঘিরে রমরমা ব্যবসা
বিনিয়োগকারীদের কি এই খাতের স্টক ক্রয়ের বিষয়ে চিন্তাভাবনা করা উচিত?
হ্যাঁ, আমি মনে করি এই খাতে বর্তমানে বিনিয়োগে প্রবেশ করার খুব ভালো সু্যোগ রয়েছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মেয়াদে এই খাতটি আকর্ষণীয় রিটার্ন এনে দিতে পারে। পর্যটন খাতটির প্রতি আমরা বর্তমানে খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছি। বিনিয়োগকারীরাও এই খাতটির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন। #End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
মাত্র ৬ মাসের কম সময়ে 87 টাকার এই শেয়ার 1300 টাকায় পৌঁছেছে ! 1400% রিটার্নhttps://t.co/PVQVdfeV15
— Peek Medio (@peek_medio) August 30, 2024
এক বছরে 2000% এর মাল্টিব্যাগার রিটার্ন, 75 টাকার শেয়ার এখন 3100 টাকাhttps://t.co/f8pmz9HRZJ
— Peek Medio (@peek_medio) August 30, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024