কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  পশ্চিমবঙ্গের যে সকল চাকরী প্রার্থীদের মাস্টার হবার টার্গেট ছিল, তাদের জন্য চলে এসেছে একটি বিশাল চাকরির সুযোগ। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) সাঁতরাগাছি এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী টিচার নিয়োগ করছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া,নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত খুঁটিনাটি বিষয় জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।

KVS Teacher Recruitment 2025: বিবরণ

পদ নাম শূন্যপদের সংখ্যা বেতন কাঠামো
পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT) প্রয়োজন অনুযায়ী ২৭,৫০০/- টাকা
ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (TGT) প্রয়োজন অনুযায়ী ২৬,২৫০/- টাকা
প্রাথমিক শিক্ষক (PRT) প্রয়োজন অনুযায়ী ২১,২৫০/- টাকা
কম্পিউটার ইনস্ট্রাক্টর প্রয়োজন অনুযায়ী ২১,২৫০/- টাকা
ক্রীড়া কোচ প্রয়োজন অনুযায়ী ২১,২৫০/- টাকা
সঙ্গীত/নৃত্য কোচ প্রয়োজন অনুযায়ী ২১,২৫০/- টাকা
যোগ প্রশিক্ষক প্রয়োজন অনুযায়ী ২১,২৫০/- টাকা
চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ১,০০০/- টাকা (প্রতি দিন)
নার্স প্রয়োজন অনুযায়ী ৭৫০/- টাকা(প্রতি দিন)
কাউন্সেলর প্রয়োজন অনুযায়ী কেভিএস নিয়ম অনুযায়ী
বিশেষ শিক্ষক প্রয়োজন অনুযায়ী কেভিএস নিয়ম অনুযায়ী

কী কী যোগ্যতা প্রয়োজন (KVS Teacher Recruitment 2025 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা: PM SHRI কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছি নিয়োগ ২০২৫ এর জন্য প্রার্থীদের কী শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা লাগবে তা নিচে ছকের মাধ্যমে আলোচনা করা হলো।

পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা
PGT (পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং B.Ed. অর্জন করতে হবে ২১ থেকে ৪০
TGT (ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি, B.Ed., এবং CTET উত্তীর্ণ হতে হবে ২১ থেকে ৩৫
PRT (প্রাথমিক শিক্ষক) যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (+2) ও D.El.Ed. / B.El.Ed., CTET উত্তীর্ণ হবে ১৮ থেকে ৩০
কম্পিউটার ইনস্ট্রাক্টর যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BCA / MCA / B.Tech (CS/IT) অথবা PG Diploma in Computer Science ডিগ্রী অর্জন করতে হবে ১৮ থেকে ৪০
ক্রীড়া কোচ যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.P.Ed. / M.P.Ed. বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ১৮ থেকে ৪০
সঙ্গীত/নৃত্য কোচ যে কোনো একটি স্বীকৃত ইন্সটিটিউট থেকে সঙ্গীত বা নৃত্যে ডিপ্লোমা / ডিগ্রি ১৮ থেকে ৪০
যোগ প্রশিক্ষক যে কোনো একটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে যোগ বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স ১৮ থেকে ৪০
চিকিৎসক যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি এবং রেজিস্ট্রেশন থাকা আবশ্যক ১৮ থেকে ৬৫
নার্স যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM/B.Sc. in Nursing এবং রেজিস্ট্রেশন থাকা আবশ্যক ১৮ থেকে ৪০
কাউন্সেলর যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/গাইডেন্স & কাউন্সেলিং-এ মাস্টার্স/ডিপ্লোমা ডিগ্রি ১৮ থেকে ৪০
বিশেষ শিক্ষক যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিশেষ শিক্ষার ক্ষেত্রে ডিপ্লোমা / স্নাতক ডিগ্রি ১৮ থেকে ৪০

কিভাবে আবেদন করবেন (KVS Teacher Recruitment 2025 Apply Prosess)

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVC) সাতরাখাচি নিয়োগ এর জন্য প্রার্থীদের আগে থেকে আবেদন পত্র জমা করতে হবে না, সরাসরি এই প্রতিবেদনের নিচে দেওয়া আবেদন ফর্মটি পূরণ করে তারসঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জেরক্স করে সংযুক্ত করুন। তারপর সেই পূরণকৃত ফর্মটি ইন্টারভিউর দিন নিয়ে যান।

ইন্টারভিউর দিন: ১২/০২/২০২৫

ইন্টারভিউর স্থান: কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) সাঁতরাগাছি

 

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

নির্বাচন প্রক্রিয়া ( KVS Teacher Recruitment 2025 Selection Process)

আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in

 

আরও পড়ুন:- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন