Bangla News Dunia , দীনেশ : ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুই ভাগে বিভক্ত হওয়ার পর থেকেই পাকিস্তানের সরকার ও পাকিস্তানের সেনাবাহিনীর নজর ছিল কাশ্মীর ও লাদাখ ভূখণ্ডের উপর। আর সেই অনুযায়ী এই দুই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই পাকিস্তানের সেনা পাক অধিকৃত কাশ্মীর দখল করে। কিন্তু তা সত্ত্বেও কাশ্মীর ও লাদাখ দখল করার ইচ্ছে ছিল পাকিস্তানের। কিন্তু ভারতীয় সেনার সামনে তাদের এই ইচ্ছে কোনদিনও পূরণ হয়নি।
১৯৭১ সালে ভারতের সাহায্যে বাংলাদেশ যখন পাকিস্তানের থেকে স্বাধীনতা পায় তখন পাকিস্তানের সেনা, সরকার ও সাধারণ মানুষ ভারতের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। কারণ ভারতের কারণেই ১৯৭১ সালে পাকিস্তানের প্রায় ৯৪ হাজারের মতন সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল। আর তারই সাথে বাংলাদেশের মতো বিরাট ভূখণ্ড পাকিস্তানের হাতছাড়া হয়। যার ফলে সেই প্রতিশোধ নেবার জন্যই পাকিস্তানের সেনা ও সরকার কাশ্মীর দখলের পরিকল্পনা করে।
আরও পড়ুন : চাঁদের পর সূর্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ISRO !
আর কাশ্মীর দখলের পরিকল্পনা স্বরূপ ১৯৯৯ সালের মে মাসে পাকিস্তানের সেনা ভারতীয় কাশ্মীর ভূখণ্ডের বিভিন্ন পর্বত দখল করে। আর পর্বত দখল করে ভারতের সাথে কাশ্মীরের যে যোগাযোগের প্রধান রাস্তা তা কেটে দেওয়ার চেষ্টা করে। যাতে করে ভারতীয় সেনা কাশ্মীরে প্রবেশ করতে না পারে। আর ভারতীয় সেনার সাথে সাথে কাশ্মীরে ভারতের থেকে যাওয়া খাদ্যশস্য ও বিভিন্ন সরঞ্জাম ওই একই রাস্তা দিয়ে প্রবেশ করত। আর একবার যদি সেই রাস্তা পাকিস্তানি সেনা কেটে দিতে পারতো তাহলে এই যুদ্ধের পরিণতি কিছু অন্যই হতে পারত। কিন্তু ভারতের সেনার বীরগাথার জন্যই পাকিস্তানের পক্ষে কাশ্মীর ও লাদাখ দখল সম্ভব হয়নি।
আরও পড়ুন : হঠাৎ রাজ্য বিজেপিতে রদবদল !
সেই সময় বিজেপির অটল বিহারী বাজপাই সরকারি ছিলেন। তিনি তখন ভারতীয় সেনাকে নির্দেশ দেন ভারতীয় ভূখণ্ড থেকে পাকিস্তানের সেনাকে উৎখাত করার। আর ভারতীয় পরাক্রমী সেনা তা মাত্র দুই মাসের মধ্যেই করে দেখিয়েছে। এমনকি ভারতীয় সেনা নিজের জমি উদ্ধার করার পরেও পাকিস্তানের জমি দখল করেনি। কারণ ভারত সরকার চায়নি যে পাকিস্তানের জমি দখল করতে। তবে সেই যুদ্ধে বহু ভারতীয় জওয়ান শহীদ হয়েছে। আর সেই সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাইয়ের দেওয়া একটি ভাষণ বর্তমানেও খুবই জনপ্রিয় “দুধ মাঙ্গগে তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গগে তো চির দেঙ্গে”
আরও পড়ুন : লক্ষ্য ‘৩৫’ ! লোকসভার আগে লাগাতার বাংলায় শাহ
আরও পড়ুন : মোদীময় আরব দুনিয়া ! মেলালেন বন্ধুত্বের হাত
আরও পড়ুন : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে সমর্থন জানাল ভারত !
আরও পড়ুন : সব ধর্মের মত ইসলামকে নিয়েও গর্বিত ভারত ! বললেন মোদীর উপদেষ্টা
এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন