স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক এবং এর গ্রাহক সংখ্যা ৫০ কোটির বেশি। সম্প্রতি অনেক গ্রাহক তাদের ব্যাঙ্ক একাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নেওয়া নিয়ে চিন্তিত রয়েছেন। এটি কেন ঘটছে এবং এর পিছনে আসল কারণ কী, তা আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হল।

কেন SBI ২৩৬ টাকা কেটে নিচ্ছে?

ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে প্রতি বছর ২৩৬ টাকা কেটে নে। এই টাকা কাটা হয় বার্ষিক মেনটেনেন্স চার্জ, সার্ভিস ফি এবং ডেবিট কার্ড ব্যবহার করার জন্য।

আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

মূল চার্জ এবং জিএসটি

  • ভারতীয় স্টেট ব্যাংকের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড রয়েছে। যেমন- ক্লাসিক, সিলভার, গ্লোবাল কার্ড ইত্যাদি। এই কার্ডগুলোর বার্ষিক মেনটেনেন্স ফি ২০০ টাকা।
  • তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই ২০০ টাকার উপর ১৮% জিএসটি যোগ করা হয়।
  • ১৮% জিএসটি মানে ৩৬ টাকা অতিরিক্ত কাটা হয়। এর ফলে গ্রাহকদের মোট চার্জ হয় ২০০ টাকা + ৩৬ টাকা = ২৩৬ টাকা।

স্টেট ব্যাংকের পরিষেবা এবং ডেবিট কার্ড চার্জ

ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদান করার জন্য ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারী গ্রাহকরা বিভিন্ন লেনদেন খুব সহজেই করতে পারেন।

তবে এই পরিষেবাগুলি চালু রাখতে এবং মেনটেনেন্স খরচ মেটাতে ব্যাংক গ্রাহকদের কাছ থেকে বার্ষিক চার্জ আদায় করে। তবে প্রত্যেকটি কার্ডের জন্য আলাদা আলাদা চার্জ কাটা হয়। সেগুলি হল- 

  • ক্লাসিক ডেবিট কার্ড- এই কার্ডের জন্য ২০০ টাকা + ১৮% জিএসটি কাটা হয়।
  • সিলভার ডেবিট কার্ড- এই কার্ডের ক্ষেত্রেও একই রকম চার্জ কাটা হয়। 
  • গ্লোবাল ডেবিট কার্ড- এই কার্ডের ক্ষেত্রে চার্জ বেশি হয়।

এই চার্জ কোথায় দেখা যায়?

যদি আপনার ভারতীয় স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে, তবে নিয়মিত আপনার পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করুন। সেখানে ২৩৬ টাকা ডেবিট হিসেবে উল্লেখ করা থাকবে। 

আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই

গ্রাহকদের জন্য সতর্কবার্তা 

  • এই চার্জ সম্পূর্ণ বৈধ এবং এটি ব্যাংকিং পরিষেবার একটি অংশ। 
  • যদি আপনার চার্জ সম্পর্কে কোনরকম সন্দেহ থাকে, তবে আপনার নিকটবর্তী ভারতীয় স্টেট ব্যাঙ্কের শাখা বা SBI কাস্টোমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
  • ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বার্ষিক স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করুন। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য উন্নত মানের পরিষেবা প্রদানের উদ্দেশ্যেই এই চার্জ কেটে থাকে। এই চার্জগুলি মেনটেনেন্স এবং পরিষেবার মান উন্নত করার জন্যই ব্যবহৃত হয়। তাই গ্রাহকদের উচিত তাদের অ্যাকাউন্টের উপর নজর রাখা এবং ব্যাংকিং নিয়ম সম্পর্কে সচেতন থাকা।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন