Bangla News Dunia, দীনেশ :- আর জি কর আবহে ফের অস্বস্তিতে রাজ্য সরকার । এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মামলা করল কেন্দ্র । রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মঙ্গলবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । অভিযোগ, আর জি করে মোতায়েন জওয়ানদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার । আদালতের অবমাননা করা হয়েছে বলে দাবি কেন্দ্রের ।
উল্লেখ্য,আর জি করে সিআইএসএফ জওয়ান মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । রাজ্যের তরফে জানানো হয়, তাদের কোনও আপত্তি নেই। এরপর ২২ অগস্ট থেকে দুই কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয় আর জি করে । কিন্তু, অভিযোগ জওয়ানদের জন্য ন্যূনতম থাকা-খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার । এমনকী নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টরের মতো প্রয়োজনীয় জিনিসরেও ব্যবস্থা করা হয়নি রাজ্য সরকারের তরফে । বিষয়টি নজরে আসতেই ২ সেপ্টেম্বর রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল কেন্দ্র । কিন্তু, রাজ্যের তরফে চিঠির কোনও জবাব আসেনি । এরপরই রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।
আরো পড়ুন :- বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি ‘মমতা’র বিধায়কের !
আরো পড়ুন :- টেলিগ্রাম -ইন্টারনেটে ৫০ টাকায় বিকোচ্ছে ধর্ষণের ভিডিয়ো! নির্যাতিতার নামে পর্ন সার্চ ঘিরে রমরমা ব্যবসা
শীর্ষ আদালতে একটি হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সেখানে রাজ্যের অসহযোগিতার বিষয়টি তুলে ধরে তা অমার্জনীয় বলে বর্ণনা করেছে কেন্দ্র । এমনকী, রাজ্যের এই অসহযোগিতা সাংবিধানিক নীতিরও পরিপন্থী বলে অভিযোগ কেন্দ্রের ।
আরো পড়ুন :- বাংলাদেশে ‘স্তব্ধ” চিকিৎসা পরিষেবা !
আর জি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে শুনানি চলছে সুপ্রিম কোর্টে । শীর্ষ আদালতের নির্দেশ মতো, সিবিআই ইতিমধ্যেই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে আদালতে । সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ফের মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে । আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে ।