DA নগদে মিলবে, না জিপিএফে যাবে ? আদালতের কী নির্দেশ আছে, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) হয়তো সরাসরি হাতে নগদে দেওয়া হবে না। পরিবর্তে, তা জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা দেওয়া হতে পারে বলে সূত্রের দাবি। এই সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ছে অতীতের স্যাট এবং কলকাতা হাইকোর্ট-এর রায়ের ভিত্তিতে।

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

আদালতের রায়: বকেয়া ডিএ কিভাবে দেওয়া যেতে পারে?

স্যাট-এর রায় – ২৬ জুলাই, ২০১৯

পশ্চিমবঙ্গ প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্যাট) এক ঐতিহাসিক রায়ে জানিয়েছিল যে:

  • রাজ্য সরকার বকেয়া ডিএ নগদে দিতে পারে, অথবা
  • তা জিপিএফ অ্যাকাউন্টে জমা দিতে পারে।

তবে, GPF-এ জমা দিলে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম বা সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে।

কলকাতা হাইকোর্ট-এর পর্যবেক্ষণ

এরপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একই রকম পর্যবেক্ষণ দেয়। আদালত জানায়:

  • রাজ্য সরকার চাইলে নগদে বকেয়া দিতে পারে,
  • অথবা নির্দিষ্ট বিধিনিষেধ মেনে তা প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে পারে।

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ

এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে, শীর্ষ আদালত এরইমধ্যে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, যা স্পষ্ট করে যে সরকার চাইলে পূর্বের নিয়ম মেনে পদক্ষেপ নিতে পারে।

আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন