Bangla News Dunia, Pallab : রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় ঘোষণা এসেছে, রাজ্য সরকারের তরফে এবার ডিএ (Dearness Allowance) বাড়িয়ে দেওয়া হয়েছে ৫%। এই সিদ্ধান্তে লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। চলুন দেখে নেওয়া যাক এই সিদ্ধান্তে কার কতটা লাভ হল, এবং কত টাকা বেতন বৃদ্ধি হবে? আর সরকারের তরফে অনেক বড় ঘোষণা করা হয়েছে অনেক দিন পর সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ল ৫% কার কতটা লাভ?
সরকারি ঘোষণা অনুযায়ী নতুন DA হারের হিসাব রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএ ৫% বাড়িয়ে মোট ৫৫% করা হয়েছে। মুলত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সরকারি কর্মীদের জন্য এই ঘোষণা করেছেন। হ্যাঁ এই খবর পশ্চিমবঙ্গের নয়। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, এবং পেনশন প্রাপ্ত ব্যক্তিদের উপর এবং ১ মে ২০২৫ থেকে এই জিনিসে কার্যকর হবে।
কারা এই বর্ধিত DA র সুবিধা পাবেন?
এই বর্ধিত DA-র সুবিধা পাবেন রাজ্য সরকারের অধীনে থাকা প্রায় ৮ লক্ষ কর্মচারী ও ৬ লক্ষ পেনশনভোগী। স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মচারী, অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরা। আর এবারে একে একে সকল রাজ্য সরকারের তরফে তাদের কর্মীদের জন্য এই সুবিধা নিয়ে আসা হচ্ছে কিন্তু অনেকেই মনে করছেন যে পশ্চিমবঙ্গে এমন খবর কবে হবে?
আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়