Bangla News Dunia , Rajib : প্রস্রাব একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এর মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর সব উপাদান বাইরে বেরিয়ে যায়। ফলে আমরা সুস্থ-সবল জীবন কাটাই। তবে আমাদের মধ্যে অনেকে আবার ক্ষণে ক্ষণে প্রস্রাবে যান। আর এই লক্ষণই কিছু অসুখের ইঙ্গিত দেয় বলে জানালেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডা: রুদ্রজিৎ পাল।
তাঁর কথায়, ‘সারাদিনে মোটামুটি ৩ লিটার প্রস্রাব স্বাভাবিক। তবে এর বেশি নয়। সহজ করে বললে প্রতি ঘণ্টায় একবারের বেশি ইউরিনে এবং রাতে একবারের বেশি প্রস্রাবে যেতে হলে সাবধান হতে হবে। কারণ, এর পিছনে অন্য কোনও রোগের ইঙ্গিত থাকলেও থাকতে পারে।’
তাই আর সময় নষ্ট না করে এই বিষয়ে বিশদে জেনে নিন।
1. ডায়াবিটিস নিয়ে হন সাবধান
অত্যন্ত জটিল একটি অসুখ হলো ডায়াবিটিস। এই রোগে আক্রান্ত হলে বারবার প্রস্রাব পেতে পারে। কারণ, এই রোগে ভুক্তভোগীদের রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকোজ থাকে। শরীর এই গ্লুকোজ মূত্রের মাধ্যমে বের করে দিতে চায়। যার ফলে বারবার প্রস্রাব পায়। তাই ক্ষণে ক্ষণে প্রস্রাব পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাঁর পরামর্শে ওষুধ খান। তাতেই পরিস্থিতি সামলে নিতে পারবেন।
আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে
2. ইউটিআই-এর ভ্রূকুটি
ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন বা ইউটিআই হলেও বারবার প্রস্রাব পেতে পারে। সেই সঙ্গে ইউরিন করার সময় জ্বালা-যন্ত্রণা হওয়াও সম্ভব। তার পাশাপাশি পেটে ব্যথা ও জ্বরের ফাঁদে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই এ সব লক্ষণে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। নইলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। এমনকী কিডনিতেও পৌঁছে যেতে পারে সংক্রমণ। তাই ঝটপট সাবধান হন। চিকিৎসকের পরামর্শ মেনে খান ওষুধ। তাতেই সমস্যাকে বশে রাখতে পারবেন।
3. প্রস্টেটের সমস্যা
বয়স একটু বাড়লে পুরুষের প্রস্টেট বড় হয়ে যেতে পারে। যে কারণে বারবার প্রস্রাব পাওয়া সম্ভব। কারণ, এই রোগে ভুক্তভোগীদের সমস্ত ইউরিন একবারে ক্লিয়ার হতে চায় না। আবার অনেক ক্ষেত্রে প্রস্টেট বড় হয়ে গেলে ইউরিন বন্ধ হয়ে যেতেও পারে। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাঁর পরামর্শ মতো করে ফেলুন টেস্ট। তার পর তিনি যেই ওষুধ দেবেন, তা খেয়ে যান। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।
4. স্পাইনাল কর্ডের সমস্যা
আজকাল বেশির ভাগ মানুষই সারাদিন বসে কাজ করেন। আর এই ভুলটা করেন বলেই বাড়ছে বিপদ। সেক্ষেত্রে সুষুম্নাকাণ্ডে সমস্যা তৈরি হচ্ছে। নার্ভগুলি ঠিকঠাক কাজ করতে পারছে না। সে কারণে অনেক সময়ই প্রস্রাব আটকে রাখা যাচ্ছে না। বারবার বেগ চাপছে। সেই সঙ্গে পিঠে, কোমরে ব্যথাও থাকতে পারে। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নইলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে সময় লাগবে না।
5. কিডনি স্টোন বা ইউরিনারি ট্র্যাক্টে স্টোন
কম জলপান করলে অনেক সময় কিডনিতে স্টোন হয়। সেই স্টোন আবার মূত্রনালীতে চলে আসতে পারে। সেই সময় বারবার প্রস্রাব পায়। ইউরিন করার সময় খুব ব্যথা হতেও পারে। এমনকী প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতেও পারে। তাই এমন লক্ষণে সাবধান হন। চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ নেওয়ার। তাতেই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ, আবেদন চলবে নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত👇🏻https://t.co/n0FO4jM0yH
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু! না মানলে টাকা বন্ধ, জানুন বিস্তারিত👇🏻https://t.co/967ar8Uc8w
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
কৃষক বন্ধুদের ফসলের ক্ষতিপূরনের টাকা দিবে রাজ্য সরকার, কারা পাবেন দেখুন👇🏻https://t.co/iiwb8utoxg
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি