Dividend Stock: প্রতি শেয়ারে 7 টাকা করে লভ্যাংশের সুপারিশ Marico -এর, দেখে নিন রেকর্ড ডেট

By Bangla News Dunia Dinesh

Published on:

stock market

Bangla News Dunia, দীনেশ :- বিনিয়োগকারীদের জন্য সুখবর। এবার এফএমসিজি কোম্পানি Marico লভ্যাংশ প্রদান করতে চলেছে। 2024-25 আর্থিক বছরের জন্য এই কোম্পানি প্রতি শেয়ারে 7 টাকা করে চূড়ান্ত ইকুইটি লভ্যাংশের সুপারিশ করেছে। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে চূড়ান্ত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। 2025 সালের 1 আগস্ট, শুক্রবার রেকর্ড ডেট নির্ধারণ করেছে সংস্থাটি। যদি অনুমোদিত হয়, সেক্ষেত্রে 2025 সালের 7 সেপ্টেম্বর অথবা তার আগে এটি প্রদান করা হবে।

আরও পড়ুন:- মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম পেলে কীভাবে স্ক্রুটিনি ও রিভিউ করবেন ? জানুন

স্টক এক্সচেঞ্জে এক ফাইলিংয়ে কোম্পানিটি জানিয়েছে, “2025 সালের 2 মে-র বৈঠকে ম্যারিকো লিমিটেডের (“কোম্পানি”) বোর্ড অফ ডিরেক্টররা (“বোর্ড”) অন্যান্য বিষয়ের সঙ্গে 2024-25 অর্থবছরের জন্য প্রতি এক টাকা ফেস ভ্যালুর ইকুইটি শেয়ারে সাত টাকা করে চূড়ান্ত ইকুইটি লভ্যাংশের প্রস্তাব দিয়েছেন। এটি সংস্থার 37 তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের সাপেক্ষে হতে চলেছে। চূড়ান্ত লভ্যাংশ পাওয়ার অধিকারী শেয়ারহোল্ডারদের তালিকা গণনার রেকর্ড ডেট হবে 2025 সালের 1 আগস্ট। শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন মিললে 2025 সালের 7 সেপ্টেম্বর অথবা তার আগে লভ্যাংশ প্রদান করা হবে।”

এর আগে 2025 সালের 31 জানুয়ারি প্রতি শেয়ারে 3.50 টাকার অন্তর্বর্তী লভ্যাংশের ঘোষণা করা হয়েছিল। এর ফলে 2024-25 আর্থিক বছরে প্রতি এক টাকা ফেস ভ্যালুর ইকুইটি শেয়ারে মোট 10.50 টাকা করে লভ্যাংশ প্রদান করতে চলেছে কোম্পানিটি।

আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন

লভ্যাংশের ইতিহাস

ট্রেন্ডলাইনের তথ্য অনুসারে, ম্যারিকোর শেয়ারে গত 12 মাসে 3.50 টাকার ইকুইটি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। 697.75 টাকার শেয়ারের দামের উপর ভিত্তি করে স্টকের ডিভিডেন্ড ইল্ড ছিল 0.50 শতাংশ।

প্রসঙ্গত, গত শুক্রবার কোম্পানিটি 2024-25 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফল ঘোষণা করেছে। মার্চের কোয়ার্টারে সংস্থার একত্রিত মুনাফার পরিমাণ বার্ষিক হিসাবে প্রায় 8 শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির কর বাদ দিয়ে মুনাফা হয়েছে 343 কোটি টাকা। এক বছর আগে একই ত্রৈমাসিকে এই কোম্পানির মুনাফার পরিমাণ ছিল 318 কোটি টাকা।

আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

শেয়ারের দাম

গত শুক্রবার বাজার বন্ধের সময় Marico Ltd -এর শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 1.79 শতাংশ কমে হয়েছে 697.75 টাকা। কোম্পানিটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 90393 কোটি টাকা। এক বছরে শেয়ারের দাম বেড়েছে প্রায় 34.74 শতাংশ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন