Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা শাসক অফিস কর্তৃক। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে ২৩ জেলা থেকে আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীর আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ সকলে আবেদন করার যোগ্যতা রাখে। যে সমস্ত প্রার্থীরা জেলার সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সে সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদন করার পূর্বে অবশ্যই শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। নিচে শূন্যপদ, যোগ্যতা সমূহ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
কী পদে নিয়োগ করা হবে : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে অতিরিক্ত পরিদর্শক দায়িত্বের কাজে কর্মী নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন : যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ নিতে চায় অথবা আবেদন জানাতে চাই তাদের উদ্দেশ্যে বলা বাহুল্য যে, এক্ষেত্রে কর্মী নিয়োগের জ্বালাত শাসক কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের আগে কোন আবেদন পত্র জমা করতে হবে না। তবে প্রার্থীদের জন্য একটি আবেদন পত্র রয়েছে যেটি ইন্টারভিউ দিন সরাসরি গিয়ে জমা করতে হবে এবং সঙ্গে সমস্ত রকমের প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি ও অরিজিনাল কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি :যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ নিতে চায় সে সমস্ত প্রার্থীদের জন্য কোন লিখিত পরীক্ষার আয়োজন করা হয়নি অর্থাৎ যোগ্য প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগে অংশগ্রহণ নিতে পারেন। ঐদিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে। মনে রাখতে হবে এ ক্ষেত্রে অরিজিনাল কপি এবং ফটোকপি উভয়েই নিয়ে উপস্থিত হতে হবে।
জরুরি ডকুমেন্টস সমূহ :যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ নিতে চাই সে সমস্ত প্রার্থীদের বেশ কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে উপস্থিত থাকতে হবে। বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, আধার বা ভোটার কার্ড সহ অন্যান্য জরুরি ডকুমেন্ট জেরক্স কপি অরজিনাল কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।
মাসিক বেতন ও নিয়োগের ধরন : এক্ষেত্রে DM অফিস কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। মাসিক বেতন হিসেবে ১২,০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
যোগ্যতা সমূহ : এক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের বয়স থাকতে হবে ৬৪ বছর কিংবা তার নিচে। এক্ষেত্রে বয়স গননা করা হতে ০১-০১-২০২৫ তারিখ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিশ অনুযায়ী যথাযথ থাকতে হবে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হল।
ইন্টারভিউ এর তারিখ : এক্ষেত্রে ইন্টারভিউ আয়োজন করা হয়েছে ১১-০৩-২০২৫ তারিখে৷ দুপুর ১২ থেকে ইন্টারভিউ শুরু হবে৷
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড