Bangla News Dunia , Pallab : Defence Research and Development Organisation (DRDO) এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হলো, আবারো একটি নতুন দুর্দান্ত চাকরি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় জুনিয়ার রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করতে চলেছে DRDO ।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) :
আজকের এই প্রতিবেদনই আমরা আলোচনা করেছি Defence Research and Development Organisation (DRDO) এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Junior Research Fellow পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপরে প্রস্তুত গ্রাজুয়েশন ডিগ্রি পাস থাকতে হবে। এর পাশাপাশি প্রতিটি পদের চাকরিপ্রার্থীদের NET বা GATE এর মত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য তাদের বিভাগ অনুসারে যথেষ্ট দক্ষতা রয়েছে।
বয়সসীমা (Age Limit) :
এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে সর্বোচ্চ 28 বছর বয়সপর্যন্ত। কিন্তু যে সমস্ত সংরক্ষণ তো শ্রেণীর চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মানের বয়সের ছাড় পাবেন।
Salary Structure (বেতন কাঠামো) :
উল্লেখিত JRF পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 37,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে। তবে এর পাশাপাশি চন্ডিগড় শাখার DRDO নিযুক্ত হওয়ার জন্য HRA পাবেন নিযুক্ত প্রার্থীরা।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 12টি।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের DRDO এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেই ফর্ম কে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফরম এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্থ রকম ডকুমেন্টস এর জেরক্স কপি নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই তার আবেদনটি শেষ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে না।
ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :
এখানে ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে আগামী 07.05.2025 তারিখে সকাল 8টা 30 মিনিটে থেকে।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য