Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যারা একটি স্টাইলিশ ও পারফর্মেন্স ভিত্তিক স্পোর্টস বাইক খুজছেন, তাদের জন্য Bajaj Pulsar NS250 হতে পারে একেবারে পারফেক্ট চয়েস। এখন মাত্র ৪৯৫৮ টাকার EMI তে এই পাওয়ার ফুল বাইকটি নিজের করে নেওয়া যাচ্ছে। পালসার হল দেশ ও দুনিয়ার সব থেকে পছন্দের বাইক গুলোর মধ্যে অন্যতম। চলুন দেখে নিই এই বাইকের বিশেষ ফিচার ও কেন এটি এখনকার অন্যতম সেরা ডিল।
মাত্র ৪৯৫৮ টাকা EMI তে Bajaj Pulsar NS250 দুর্দান্ত ডিল
- এই বাইকে রয়েছে 249.07cc এর একটি ফোর স্ট্রোক, অয়েল কুল্ড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।
- ইঞ্জিনটি প্রায় ২৪.৫ PS পাওয়ার ও ২১.৫ Nm টর্ক জেনারেট করতে সক্ষম।
-
৬ স্পিড গিয়ার বক্স থাকায় দীর্ঘ রাইডেও মিলবে স্মুদ শিফটিং ও দুর্দান্ত এক্সিলারেশন।
উন্নত সেফটি ফিচার
- ডুয়াল চ্যানেল ABS (Anti lock Braking System)
- ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক
- উন্নত সাসপেনশন যা কঠিন রাস্তায়ও ভালো গ্রিপ ও কমফোর্ট দেয়
- স্টাইলিশ ডিজাইন ও স্পোর্টি লুক
- আকর্ষণীয় LED হেড ল্যাম্প ও DRLs
- অ্যাগ্রেসিভ বডি গ্রাফিক্স
- স্প্লিট সিট ও আন্ডারবেলি এক্স হস্ট যা বাইকটিকে দেয় একটি প্রিমিয়াম স্পোর্টস লুক
- মাইলেজ ও টপ স্পিড
- বাইকটি সাধারাণভাবে 35 38 কিমি/লিটার মাইলেজ দিতে সক্ষম রাইডিং কন্ডিশনের উপর নির্ভরশীল।
- Bajaj Pulsar NS250 এর টপ স্পিড প্রায় 135 কিমি/ঘণ্টা পর্যন্ত যেতে পারে।
EMI ও ফাইন্যান্স অপশন
বর্তমানে বাইকটির এক্স শোরুম প্রাইস প্রায় 1.50 লক্ষ টাকা থেকে শুরু এবং এই পরিমাণ । তবে Bajaj এর পক্ষ থেকে রয়েছে সহজ EMI সুবিধা – শুরু মাত্র 4958 টাকা মাসিক EMI থেকে শুরু, সহজ ডাউন পেমেন্ট অপশন, ন্যূনতম কাগজ পত্রে লোন অ্যাপ্রুভাল, 36 মাস পর্যন্ত টেনিওর অপশন, Bajaj এর বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক থাকায় বাইকটির রক্ষণাবেক্ষণ খুবই সহজ, প্রতি ৩,০০০ – ৫,০০০ কিমি অন্তর সার্ভিস করা সুপারিশ করা হয়, খুচরা যন্ত্রাংশ সহ জলভ্য ও সাশ্রয়ী।
কেন কিনবেন Bajaj Pulsar NS250?
পাওয়ারফুল পারফর্মেন্স ও স্পোর্টি ডিজাইন, Bajaj ব্র্যান্ডের ওপর ভরসা, কম EMI তে হাই এন্ড বাইক, রাইডিংয়ে কনফিডেন্স ও সেফটি ফিচার। যদি আপনি একটি স্পোর্টস বাইক খুঁজছেন যা পারফর্মেন্স, লুক ও বাজেটের মধ্যে পারফেক্ট ব্যালান্স তৈরি করে, তাহলে Bajaj Pulsar NS250 আপনার জন্য সেরা অপশন। শহর ও রাজ্য বিচারে এই দাম ও মাসিক কিস্তি আলাদা আলাদা হতে পারে।
আরও পড়ুন:- ১ লক্ষ ফুট উচ্চতায় বেলুন ওড়াল নাসা, কারণটা খুব গুরুত্বপূর্ণ, জেনে নিন
আরও পড়ুন:- শিশুদের হেলথ ড্রিঙ্কস খাওয়ানো কি ভাল? জানুন কী বলছেন ডাক্তাররা