Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- অনেক সময় বহু চেষ্টার পরেও সম্পদ সংগ্রহ করা খুব কঠিন হয়ে পড়ে ৷ সেইক্ষেত্রে বাড়িতে গণেশের মূর্তি রাখুন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেকোনো শুভকাজে প্রথমে গণেশের পুজো করা হয়। তাই নিজের অর্থের অভাব দূর করতে এবং সুখী জীবনযাপন করতে নাচের ভঙ্গিতে থাকা ভগবান গণেশের ছবি রাখুন বাড়িতে। সম্পদ বৃদ্ধির জন্য লক্ষ্মীর ছবির সাথে ভগবান কুবেরের ছবি রাখুন। মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান কুবের হলেন আয়ের দেবতা ৷ এভাবে টাকার সমস্যা দূর হবে। আগামী ৩১ শে অগাস্ট গণেশ চতুর্থী সেই দিনই আপনি ঘরে এই গণেশের ছবি আনতে পারেন। তার পর সেই ছবি পুজো করে ঘরে রাখতে পারেন। এতে আপনার অনেক উপকার হবে।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :– সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)