Freelancing শুরু করার জন্য সেরা 7 টি ওয়েবসাইট। জানুন কিভাবে শুরু করবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমান যুগে ফ্রিল্যান্সিং (Freelancing) করে বহু মানুষ মাসে হাজার হাজার টাকা রোজগার করছেন (Online Earning). বাঁধাধরা চাকরিতে যা যুক্ত হয়ে এই ফ্রিল্যান্সিং হয়ে উঠছে সকলের আয়ের অন্যতম ভরসাযোগ্য পেশা। স্বাধীনভাবে কাজ করে তাই আপনিও ইনকাম করতে পারেন লাখ লাখ টাকা। শুধু জেনে নিতে হবে কিভাবে শুরু করবেন এই ফ্রিল্যান্সিং ফিল্ডে নিজের কাজ। কিভাবে তৈরি করবেন পরিচিতি। আর তাই রইল সেরা সাতটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের খোঁজ  এই ফিল্ডে কাজ শুরু করার জন্য।

Top 10 Website For Freelancing Work

১) Upwork

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ভরসাযোগ্য একটি ওয়েবসাইট হল Upwork. এই আপওয়ার্কের পূর্ব নাম ছিল ওডেস্ক। তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে এই আপওয়ার্ক হল সব থেকে বেশি সিকিউর এবং প্রফেশনাল। বিশেষ করে এখানে প্রফেশনাল বায়ার বেশি থাকে। তবে আপনাকে বেশ দক্ষ হতে হবে এখানে কাজ পাওয়ার জন্য। মনে রাখা জরুরী, আপওয়ার্কে আপনার নিজের কাজ খুঁজে সেখানে কানেক্টেই মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়।

২) People Per Hour

এই ওয়েবসাইটটিও অত্যন্ত জনপ্রিয়। পিপল পার আওয়ার বা PPH তার যাত্রা শুরু করে ২০০৭ সাল থেকে। তখন থেকে এখন পর্যন্ত পিপিএইচ এগিয়ে চলেছে সাফল্যের সাথে। ধরে রেখেছে তাদের রেপুটেশন। বর্তমানে এর সংগ্রহে রয়েছে প্রায় তিন মিলিয়নের বেশি দক্ষ ফ্রিল্যান্সার। এই ওয়েবসাইটে প্রায় সব ক্যাটাগরির কাজ পাওয়া যায়।

আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

৩) Fiverr

এই ফাইবার ওয়েবসাইটটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি ব্যাপক জনপ্রিয় হয়েছে। যে কারণে এই সাইটটি ফ্রিল্যান্সারদের কাছে ভীষণ জনপ্রিয় তা হল, এখানে অনেক ছোট ছোট প্রোজেক্ট পাওয়া যায়। সত্যি বলতে একজন নতুন ফ্রিল্যান্সিং শেখা ব্যক্তির জন্য এই ফাইবার একটি বেষ্ট অপশন। এই ওয়েবসাইটে ডাটা এন্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইন ইনকামের কাজ পাওয়া যায়।

৪) Dribble

ড্রিবল অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ক্রিয়েটিভ ডিজাইনার মার্কেটপ্লেস। আপনি যদি একজন ডিজাইন স্পেশালিস্ট অন তাহলে এখানে কাজ করা আপনার জন্য অবশ্যই উপযুক্ত। আর না হলে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন না। এখানে কাজ শুরু করার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর প্রফেশনাল প্রোফাইল রেডি করতে হবে। এবার জব বোর্ড তৈরি করে নিন। সেখানে আপনার সব থেকে বেষ্ট ডিজাইন আপলোড করুন। এবার এখান থেকেই আপনি কাজ পাবেন।

৫) Freelancer.com

ফ্রিল্যান্সার ডট কম একটু জনপ্রিয় ওয়েবসাইট। পাশাপাশি, একটি পুরাতন মার্কেটপ্লেস। বলা যায়, সবমিলিয়ে এই প্লাটফর্মে রয়েছে প্রায় ১৮০০ টির অধিক ফ্রিল্যান্সিং ক্যাটেগরি। এই মার্কেটপ্লেসে সর্বমোট পোস্ট করা আছে 10,000,000 এরও বেশি চাকরি। বিগত ১৫ বছর ধরে এই সাইটটি অর্থাৎ Freelancer.com সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের সাহায্য করে আসছে এবং সফলতার সাথে কাজ করে চলেছে।

৬) Guru

জনপ্রিয় ওয়েবসাইট গুরু (Guru) আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ওয়ার্কপ্লেস। বলা যায় আপওয়ার্ক ও ফাইবারের মতই এটি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির যেমন ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, তার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, রাইটিং, প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ের উপরে কাজ পাবেন। একজন ফ্রিল্যান্সার এখানে ফিক্সড এবং ঘণ্টা ভিত্তিক এই দুই পদ্ধতিতেই কাজ করতে পারবেন।

৭) Aquent

অন্যান্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের মত Aquent-ও একটি অনেক সম্ভাবনাময় ওয়ার্কপ্লেস নতুন ফ্রিল্যান্সারদের জন্য। তবে এই সাইটটির সব থেকে ইউনিক বিষয় হচ্ছে এখানে আপনি টিম ছাড়া কাজ করা যায় না। অর্থাৎ আপনি এই প্লাটফর্মে যদি কাজ করতে চান তাহলে একা নয়, টিম নিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন:- একটাই বাড়িতে বাস করেন গোটা শহরের মানুষ, জানুন কেন এমন সিস্টেম

আরও পড়ুন:- যাদবপুরের পড়ুয়াদের ‘কুকুরের’ সঙ্গে তুলনা কল্যাণের, জানুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন