Bangla News Dunia, দীনেশ :- দেশজুড়ে কমছে সোনার দাম (Gold Price). এক সঙ্গে প্রায় দশটি শহরে সোনার দাম কমতে দারুন খুশি মধ্যবিত্ত। বলা যায়, এতদিন ধরে সোনার দাম কমার অপেক্ষা করে ছিলেন সবাই। আর এবার যেন একসঙ্গে সোনার সোহাগা। এখন অনেকের মনে প্রশ্ন আসছে, এই সময় সোনা কিনে রাখবেন নাকি সোনায় বিনিয়োগ করবেন? শহর কলকাতায় সোনার দাম এখন কত হল আর আগামী দিনে ফের সোনার দাম কমার সম্ভাবনা আছে নাকি এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে টোটো নিয়ে নতুন নিয়ম চালু, জানা জরুরি
Gold Price Drop In 10 Cities
সোনা এখন নাগালের বাইরে। এ কথা মনে করেন সবাই। কারণ বিগত কয়েক মাস ধরে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রভাব মধ্যবিত্তের পকেটের ওপর প্রভাব ফেলেছে। এছাড়া, মাঝে বিয়ের মরশুম থাকায় সোনার চাহিদা বেড়েছিল। কিন্তু সোনার দাম এত বেড়ে গিয়েছে যে, বিয়ে কিংবা কোন উৎসব এবং অনুষ্ঠানের ক্ষেত্রে সোনা কেনার কথা আর কেউ ভাবতেই পারছে না। তবুও অনেকে অত্যাধিক দাম দিয়ে সোনা কিনেছিলেন। তবে এবার সোনাপ্রেমীদের জন্য সুখবর। কারণ এখন, সোনার দাম বেশ অনেকটাই কমলো।
আরও পড়ুন:- মে মাসে ট্রেনের টিকিট বুকিংয়ে নিয়ম বদলেছে, না জানা থাকলে জেনে নিন
কলকাতায় এখন সোনার দাম কত?
হিসেব বলছে যে ১০ টি শহরে সোনার দাম কমেছে তার মধ্যে রয়েছে আমাদের শহর কলকাতাও। এই শহরেও বেশ অনেকটাই কমেছে হলুদ ধাতুর দাম। আপনিও যদি এমন একজন হয়ে থাকেন যিনি সোনা কিনবেন বলে অপেক্ষা করেছিলেন আর সোনার দাম কমতেই কিনবেন তাহলে সুখবর শুনে যান। আর দেখে নিন কলকাতায় সোনার দাম (Gold Price In Kolkata) কতটা কমেছে।
আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন
সূত্রের খবর,আজ সোমবার দিন সোনার দাম আবার কমলো। ভারতের বড় শহরগুলিতে যেমন দিল্লি থেকে পাটনা পর্যন্ত মোট ১০টি বড় শহরে সোনার দাম কম হয়েছে। ১৮ ক্যারেট – ২২ ক্যারেট – ১০০ গ্রাম সোনার দাম দেখা যাচ্ছে ৭১৬৩০০ টাকা। যেখানে গতকাল থেকে ১০০ টাকা কমেছে। ১০ গ্রাম সোনার দাম দেখা যাচ্ছে ৭১৬৩০ টাকা। গতকাল থেকে দাম কমেছে ১০ টাকা।
এছাড়া, ১ গ্রাম সোনার দাম হয়েছে ৭১৬৩ টাকা, গতকাল থেকে আরো ১ টাকা কমেছে। ২২ ক্যারেট – ১০০ গ্রাম সোনার দাম হল ৮৭৫৫০০ টাকা, দাম গতকালের মতোই আছে। ২২ ক্যারেট – ১০ গ্রাম সোনার দাম দেখা যাচ্ছে ৮৭৫৫০ টাকা, দাম কিন্তু গতকালের মতোই আছে। এছাড়া, ১ গ্রাম সোনার দাম হয়েছে ৮৭৫৫ টাকা, সোনার দাম গতকালের মতোই আছে। ২৪ ক্যারেটের ক্ষেত্রে ১০০ গ্রাম সোনার দাম ৯৫৫০০০ টাকা হিসেব বলছে। দাম গতকালের মতোই রয়েছে।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
১০ গ্রাম সোনার দাম হয়েছে ৯৫৫০০ টাকা। দাম কিন্তু গতকাল থেকে আরো ১০ টাকা কমেছে। এছাড়া ১ গ্রাম সোনার দাম হিসেব বলছে, ৯৫৫০ টাকা। দাম গতকালের মতোই রয়েছে। তাই সোনার দাম যদি কমে তাহলে আপনি সোনা কিনেও রাখতে পারেন আবার সোনায় বিনিয়োগও করতে পারেন। উভয় ক্ষেত্রেই আপনি উপকৃত হবেন।
উপসংহার: তবে সোনার দামে ওঠাপড়া লেগেই থাকে। কখনও দাম বৃদ্ধি হচ্ছে তো কখনও কম। তাই সোনা কিনতে যাওয়ার আগে সেদিনের জন্য সোনার দাম চেক করে নেবেন। আর সোনা কিনে রাখবেন নাকি বিনিয়োগ করবেন সে তো একান্ত আপনার সিদ্ধান্ত।