GST সংগ্রহে রাজ্য রেকর্ড গড়ল ! উন্নয়ন এগোবে এবার রকেটের গতিতে

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের এই রাজ্যের অর্থনীতির জন্য এবার সম্প্রতি বেরিয়ে পেতে নতুন একটি সুখবর। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার পণ্য ও পরিসেবা কর অর্থাৎ Goods and Service Tax (GST) সংগ্রহে দেশের মধ্যে রেকর্ড করে ফেলল।

চলতি বছরের গত মাস অর্থাৎ জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের মোট GST সংগ্রহ হয়েছে প্রায় 38 হাজার কোটি টাকা। অর্থ দপ্তরে রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছরে জিএসটি সংগ্রহের পরিমাণ রাজ্যে বেড়েছে প্রায় 10% । শুধুই যে জিএসটি সেটা কিন্তু নয়, অন্যান্য বেশ অনেক খাট থেকেই রাজ্য সরকার প্রচুর পরিমাণে আয় করেছে এবার। সেখান থেকে মোট 15 হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যেটা রাজ্যের আর্থিক পরিস্থিতি আরো দৃশ্য করতে বেস অনেকটাই সাহায্য করতে চলেছে।

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

নিজের লক্ষ্য থেকেও বেশি আয় রাজ্যের GST সংগ্রহে ?

সম্প্রতি প্রকাশিত রাজ্যের বাজেট অনুসারে, পশ্চিমবঙ্গের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলির জন্য বিপুল পরিমাণে অর্থ ইতিমধ্যে বরাদ্দ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এদিকে গত জানুয়ারি মাসে রাজ্যে রেকর্ড পরিমাণ জিএসটি সংগ্রহের ফলে রাজ্যের আয় বৃদ্ধি বেশি অনেকটাই স্বস্তি দিয়েছে সমস্ত জনগণ শহর রাজ্য সরকারকে। গত অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 3 মাস্ রাজ্যের জিএসটি থেকে আয় হয়েছে সব থেকে বেশি গত জানুয়ারি মাসে।

এই রেকর্ড পরিমাণ GST সংগ্রহের পেছনের মূল কারণ কি ?

রাজ্যের সমস্ত বিশেষজ্ঞরা এই রেকর্ড পরিমাণ রাজস্ব অর্থাৎ জিএসটি সংগ্রহের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কে উল্লেখ করেছেন। সেগুলি হল –

  • রাজ্য সরকারের গঠন নজরদারির ফলে বৃদ্ধি পেয়েছে কর আদায় রাজ্যে।
  • এদিকে আবার রাজ্যে ব্যবসা-বাণিজ্য বেশ অনেক বৃদ্ধি পেয়েছে অন্যান্য সময় তুলনা যার ফলে রাজস্বও বৃদ্ধি পেয়েছে।
  • শিল্প ও পরিষেবা খাতের বিকাশ রাজস্ব বৃদ্ধিতে বেশ অনেকটাই সাহায্য করছে।

আরও পড়ুন : বিতর্কসভা চলাকালীন মারধর ‘আইআইটি বাবা’কে ! প্রতিবাদে থানার সামনে বসলেন ধর্নায়

কি করা হবে এই অতিরিক্ত GST এর টাকার ?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই যে রেকর্ড পরিমাণ কর সংগ্রহ হয়েছে গত জানুয়ারি মাসে রাজ্যে, এই পরিমাণ অর্থ বন্টনের জন্য বেশ কিছু সিদ্ধান্ত ইতোমধ্যে গ্রহণ করে ফেলেছে। সেগুলি হল –

  • রাজ্যের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলির জন্য আরো বেশি পরিমাণে অর্থ ধার্য করা।
  • রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামগত উন্নয়নে বেশি বেশি করে বিনিয়োগ করা ।
  • এছাড়াও রাজ্যের আর্থিক তিতোশীলতা বজায় রাখবে এই করের টাকা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন