Bangla News Dunia, Pallab : আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে বসে রয়েছেন? নতুন করে ভবিষ্যৎ গড়ার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য আসছে দুর্দান্ত সুযোগ – Flipkart Internship 2025। ভারতের শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্ট নিয়ে এসেছে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন বাস্তব কাজের অভিজ্ঞতা, এক্সপার্টদের গাইডেন্স, এবং মাসে ২২,০০০ স্টাইপেন্ড! আসুন তাহলে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট ইন্টার্নশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল –
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
ইন্টার্নশিপের সম্পর্কে জরুরি তথ্য:
- Internship প্রতিষ্ঠান: Flipkart
- পদের নাম বা প্রোগ্রামের নাম : Flipkart Internship 2025
- মাসিক স্টাইপেন্ড: ২২,০০০ প্রতি মাস (যতদিন Internship চলবে)
- যোগ্যতা: HS পাশ (সকল স্ট্রিম – বিজ্ঞান, কমার্স, আর্টস) তবে উচ্চ যোগ্যতা থাকলে বিভিন্ন বিভাগে সুযোগ পেতে পারেন।
- কাজের ধরণ: ফুলটাইম, Work From Office (WFO)
- অভিজ্ঞতা: 0–1 বছর (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন) অভিজ্ঞতা না থাকলেও সুযোগ, থাকলে অগ্রাধিকার।
যে যে বিভাগগুলিতে ইন্টার্ন নেওয়া হচ্ছে:
- মার্কেটিং: ক্যাম্পেইন তৈরি, ইউজার এনগেজমেন্ট বিশ্লেষণ, মার্কেট রিসার্চ।
- প্রোডাক্ট ম্যানেজমেন্ট: ইউজার রিসার্চে সহায়তা, নতুন ফিচার টেস্টিং, ফিডব্যাক প্রদান।
- ডেটা অ্যানালিটিক্স: ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ, ব্যবসায়িক ইনসাইট তৈরি।
- সাপ্লাই চেইন: ইনভেন্টরি, লজিস্টিক্স ও ভেন্ডর কোঅর্ডিনেশন শিখবেন।
- কাস্টমার সাপোর্ট: গ্রাহকদের প্রশ্নের উত্তর, পরিষেবা উন্নতকরণ।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !