Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই অর্থ দিয়ে সন্ত্রাসবাদীদের সাহায্য করে পাকিস্তান সরকার। এই অভিযোগ বারবার করে এসেছে ভারত। পাকিস্তান যাতে ঋণ না পায় সেজন্য আবেদনও করেছে। তবে ভারতের আপত্তি সত্ত্বেও এবার পাকিস্তানকে ঋণ দিল এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক বা ADB ( Asian Development Bank)। ৮০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া হয়েছে পাকিস্তানকে। যদিও এই প্রথম নয়, গত মাসে IMF-ও ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছিল পাকিস্তানকে।
ADB-র তরফে যে ৮০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার মধ্যে ৩০ কোটি ডলার নীতি ভিত্তিক এবং বাকি ৫০ কোটি ডলার প্রোগ্রাম ভিত্তিক (প্রোগ্রাম বেস্ড গ্যারান্টি বা পিবিজি) দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে চাপ বাড়াতে শুরু করে ভারত। শেহবাজ শরিফের দেশ যাতে ঋণ না পায় সেজন্য একাধিক আন্তর্জাতিক ব্যাঙ্কের কাছে দরবারও করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। সরকারি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) যাতে পাকিস্তানকে কোনওরকম আর্থিক সহায়তা না করে সেজন্য ভারত আবেদন করেছিল। পাকিস্তান যে অর্থের অপব্যবহার করে তাও মনে করে দেওয়া হয়েছিল। তবে তা কাজে দেয়নি। ভারত তাদের পেশ করা রিপোর্টে জানিয়েছিল, পাকিস্তানের GDP কমেছে। তাদের তরফে বেশি বেশি অর্থ সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা হচ্ছে।
ভারত আশঙ্কা প্রকাশ করেছিল, ঋণ দেওয়া হলে পাকিস্তান সেই অর্থ বেশি বেশি করে সামরিক খাতে ব্যয় করবে। সেখানকার সাধারণ মানুষের কোনও কাজে লাগবে না সেই অর্থ। পাকিস্তান আগেও এমন করেছে। এতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়বে। সেই দৃষ্টান্তও তুলে ধরেছিল মোদী সরকার।
এদিকে IMF যে টাকা পাকিস্তানকে ঋণ দিয়েছিল তার প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ইসলামাবাদে পৌঁছেছে। পহেলগাঁয়ে জঙ্গি হামলা এবং পাকিস্তানে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী সময়ে দুই দেশের সংঘাতের আবহে আইএমএফ-এর সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। যা নিয়ে ভারত আপত্তি জানিয়েছিল।
আরও পড়ুন:- আচমকাই অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতার , কেন ?