Bangla News Dunia , পল্লব : মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ল। ইজরায়েলের দাবি ইরান প্রবল মিসাইল হামলা চালিয়েছে। হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরানের সরকারও । সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ইরান জানিয়েছে হিজবুল্লার কমান্ডারদের হত্যার প্রতিবাদেই তারা হামলা চালিয়েছে। হামলার ফলে বিশ্ব বাজারের তেলের দাম 5 শতাংশ বেড়েছে । তাছাড়া এই ধরনের হামলা রুখতে আপাতত দেশের আকাশ পথ বন্ধ রেখেছে ইজরায়েল। আর লাগাতার সংঘাত আগামী দিনে তৃতীয় বিশ্ব যুদ্ধের পদধ্বনি শোনাচ্ছে।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
হামলার জেরে দেশের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশও দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে। পাশাপাশি এই হামলার ফল ভুগতে হবে বলে পাল্টা ইরানকেও হুঁশিয়ারিও দিয়েছে ইজরায়েল ও আমেরিকা। নিরাপদ স্থানে থাকার বার্তা ইসরায়েলিদের মোবাইল ফোনে পাঠানো হয়েছে । তাছাড়া জাতীয় টেলিভিশনেও ঘোষণা করা হয়েছে।
ইজরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাড ড্যানিয়েল হাগারি বলেন, “দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রূপে সক্রিয় রয়েছে। কোন দিকে আগামীতে হামলা হতে পারে তার দিকে নজর রাখা হচ্ছে।” হামলার ভিডিয়ো ইতিমধ্যে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে । #Short News