Bangla News Dunia , পল্লব : একটু আগে যে আশঙ্কা করেছিলাম সেটাই হলো। শতাধিক ইরানি মিসাইল আছড়ে পড়েছে ইজরায়েলের উপর। যে কোনও মুহূর্তে পরমাণু শক্তিধর ইরানের উপর হামলা চালাবে ইজরায়েল। মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার সর্বত্র সতর্কতা জারি।
ইজরায়েল থেকে সংবাদ আসছে, ইরানের নজিরবিহীন হামলা ইসরায়েল জুড়ে। 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইজরায়েলের আকাশে ইরানি মিসাইলের ঝলক। তবে ইজরায়েল সরকার জানিয়েছে, বেশিরভাগ মিসাইল আকাশেই ধংস করা হয়েছে।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলের উপর রকেট হামলা করেছিল। ইজরায়েলের ভিতর গণহত্যা চালিয়েছিল। তার জবাবে হামাসকে প্রায় নিশ্চিহ্ন করেছে ইজরায়েল। সংগঠনের শীর্ষ নেতা হানিয়াকে ইরানের ভিতর খতম করেছে ইজরায়েল। এরপর হামাসের মিত্র লেবাননের হিজবুল্লাহ সংগঠনকে ধংস করছে ইজরায়েল। খতম হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ। হামাস ও হিজবুল্লাহর মিত্র ইরান এবার হামলা চালাল। জানা যাচ্ছে ইরানের সর্বচ্চো নেতা আলি খামেনেই অত্যন্ত গোপন আশ্রয়ে আছে।
ইরানের জনগণকে মুক্তির স্বাদ দেওয়া হবে এমন ইঙ্গিতময় ভাষণে হামলার হুমকি দিয়েছেন ইজরায়েলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সংবাদমাধ্যম ‘ইরনা’ জানাচ্ছে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর উত্তেজক ভাষণের পর জারি হয়েছে কড়া নিরাপত্তাপত্তা। দেশটির সর্বচ্চো নেতা আলি খামেনেই ইজরায়েলের অন্যতম টার্গেট বলেই জানা যাচ্ছে। #End