Bangla News Dunia , পল্লব : বিশ্ব কি ভয়াবহ পরমাণু বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। যে কোনও সময় ইরানের উপর ইজরায়েলের প্রত্যাঘাত শুরু হবে। দোহা শহরের বিখ্যাত লুসাইল টাওয়ারের সামনে গাড়ি থেকে নামলাম। আসে পাশে অনেক বাংলাভাষী ঘুরছেন। তাদের সঙ্গে কথা হলো। এখানে প্রবাসী বাংলাভাষীদের বিরাট ব্যাপার। তারা বুঝতে পারছেন কী নিদারুণ পরিস্থিতি।
ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে নামবে ইজরায়েল। ইজরায়েল বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের তেলের খনি পারমাণবিক কেন্দ্রে হামলার কথা ভাবছে। ইরানের তেল খনির উপর আক্রমণ সে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারে তেমনই বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়তে চলেছে।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
একটি ছবি প্রকাশ করছে ইজরায়েল সরকার। তাতে দেখা যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করছেন। আল জাজিরা জানাচ্ছে, এই বৈঠকেই স্থির হয়েছে ইরানের মিসাইল হামলার জবাব দিতে সে দেশের পরমাণু ঘাঁটিতেই পাল্টা মিসাইল হামলা চালাতে প্রস্তুত ইজরায়েল।
ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। অভিযোগ, রাষ্ট্রসংঘ মহাসচিব ‘ইজরায়েল বিরোধী’ এবং ‘জঙ্গি’, ধর্ষক ও খুনিদের মদদদাতা। #Short News