Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবার হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক ! ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক ও ১৯ সালের এয়ার স্ট্রাইকের ক্ষত এখনও দগদগে পাকিস্তানের। দুই বার পাকিস্তানের সীমানাতে ঢুকে পাক মদতপুষ্ট জঙ্গিদের ভারত খতম করেছিল, তাতেই ঘুম উড়েছিল পাকিস্তানের। এদিকে আবার ফের এমনি এক সার্জিকাল স্ট্রাইক হতে পারে বলে আতঙ্ক তৈরি হয়েছে পাকিস্তানে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সম্প্রতি একটি সতর্কতা জারি করে তাদের দেশে।
এই অসঙ্খার ফলে সীমান্তে জওয়ানদের সংখ্যা বাড়াতে শুরু করে দেয় পাকিস্তানি সেনা। পাকিস্তানি গুপ্তচর সংস্থা বলছে কৃষক আন্দোলন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানকে নিশানা করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম অভিযোগ করছে , ২০১৬ সালে নাকি কোনও কারণ ছাড়াই পাকিস্তানের মাটিতে সার্জিকাল স্ট্রাইক করেছিল ভারত। এবার নাকি ফের তার পুনরাবৃত্তি হতে পারে। তাদের অভিযোগ, তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর সঙ্গে নাকি গোপন আঁতাত রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে তাদের নাকি উস্কে দেওয়া হচ্ছে। তবে চিরাচরিত পাকিস্তানের এই সকল অভিযোগ ভিত্তিহীন। তাই এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত।
আরো পড়ুন :- আগামীদিনে করোনার থেকে ভয়ঙ্কর কিছু আসবে ! বিস্তারিত পড়ুন
কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞজ দের মতামত, সীমান্তে বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানি সেনা বাহিনী। পাশাপাশি পাক সেনার মদতে সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে অনবরত। তাই ভারতীয় বাহিনীর তিনটি ব্যাটেলিয়ন সীমান্তে নজর রেখে বসে আছে। তাদের নজর চীনের উপরও রয়েছে। ফলে আতঙ্কে ভুগছে ভারতের দুই প্রতিবেশী।
Highlights
1. আবার হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক !
2. ফলে আতঙ্কে ভুগছে ভারতের দুই প্রতিবেশী
#India #PAK