Bangla News Dunia , পল্লব : হেজবোল্লার সম্ভাব্য প্রধানকে নিকেশ করতে বড়সড় হামলা চালিয়েছিল ইজরায়েল। তার পর থেকে নাকি খোঁজ মিলছে না জঙ্গি নেতার। সূত্রের খবর, লেবাননের দক্ষিণে এলাকায় বাঙ্কারে লুকিয়ে ছিলেন হেজবোল্লার সম্ভাব্য প্রধান হাশেম সফিউদ্দিন। কিন্তু ইজরায়েলি হানার পরে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না উদ্ধারকারী দল গুলোকে। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে হেজবোল্লাও।
আরো পড়ুন:- রোজভ্যালির টাকা দেওয়া শুরু, আপনার অ্যাকাউন্টে ঢুকল? এভাবে সহজে আবেদন করলেই মিলবে টাকা
দিনকয়েক আগে খবর মেলে, এবার নাসরাল্লার উত্তরসূরিকে নিকেশ করতে উঠেপড়ে লেগেছে ইজরায়েল। গত বুধবার রাত থেকে বেইরুটে বিমান হানা চালিয়েছে ফৌজ। তাদের মূল নিশানা হাশেম সফিউদ্দিন। ঘটনার সময়ে তিনি হেজবোল্লার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তবে ইজরায়েলি হানায় হাশেমের মৃত্যু হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
শুক্রবার হামলার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি হাসান নাসরাল্লার পরে হেজবোল্লার আরেক প্রধানও নিকেশ হল ইজরায়েলি হামলায় ? লেবাননের নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, দানিয়েহর যে এলাকায় সফিউদ্দিন বাঙ্কারে লুকিয়ে ছিলেন সেখানে আছড়ে পড়েছে ইজরায়েলের বিমানবাহিনীর মিসাইল। #Short News
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?