Bangla News Dunia , অজয় দাস :- আইপিএলে দারুন পারফর্ম করেও ভারতীয় দলে সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা। চলতি মরশুমে গুজরাত টাইটান্সের হয়ে একের পর এক ম্যাচে কৃতিত্ব দেখিয়েছেন বঙ্গসন্তান। পাওয়ারপ্লেতে তাঁর খেলায় মাত বিশ্বজয়ী কোচ গ্যারি কার্স্টেনও। অথচ তা নিয়ে ভাবতে নারাজ বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলী। অথচ আইপিএলে ভালো পারফরম্যান্সে জাতীয় দলের দরজা খুলেছে উমেশ যাদবের জন্য়। তাহলে ঋদ্ধির ক্ষেত্রে কেন অন্যথা? প্রশ্ন ক্রীড়া সমালোচকদের।
আরো পড়ুন :- জানুন কোন পুরুষরা প্রতারক হয় ?
#shortnews