IPL : পারফরম্যান্সেও মাত ধোনির !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- মহেন্দ্র সিংহ ধোনির আরও এক বছর খেলার সিদ্ধান্তে প্রাক্তনীরাও সাধুবাদ জানিয়েছেন। কারণ, এবার পারফরম্যান্সেও নিজেকে প্রমান করেছেন এমএসডি। সিএসকে অধিনায়ক চলতি মরশুমে ২৩২ রান করেছেন। যা তাঁর তৃতীয় সর্বনিম্ন। ৩৩.১৪ ব্যাটিং গড় নিয়ে মরশুম শেষ করেছেন তিনি। যেখানে গত বছর তাঁর ব্যাটিং গড় ছিল ১৬.২৮। এমনকি ‘২০ এবং ‘২১ সালে যথাক্রমে ধোনির স্ট্রাইক রেট ছিল ১১৬.২৭ এবং ১০৬.৫৪ অথচ এবার ১২৩.৪-এ শেষ করেছেন তিনি।

আরো পড়ুন :- এবার ধোনিকে সমর্থন শাস্ত্রীর !

 

#shortnews

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন