Bangla News Dunia, অমিত রায় :- ভারতের মধ্যে করোনা মহামারীর মারাত্মক আকার ধারণ করেছে। ভারতে দৈনিক ৪ লাখের মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মৃতের সংখ্যা ও দৈনিক ৩ হাজার পার করেছে। এমন অবস্থায় ও IPL খেলা চলছিল। কিন্তু গত সোমবার কলকাতা নাইট রাইডার্স এর বরুন চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
আরো পড়ুন :- ভারতীয় সেনার সামনে ২৪ ঘন্টা ও টিকতে পারবেনা পাকিস্তানী সেনা , দাবি পাকিস্তানী মৌলানার
এর পরেই কোলকাতা ও ব্যাঙ্গালুরুর মধ্যে হতে চলা পিছিয়ে দেওয়া হয়। এর পরেই খবর পাওয়া যায় যে IPL এর বাকি সমস্ত ম্যাচ মুম্বাইতে অনুষ্ঠিত হবে। কিন্তু তার পরেই সানরাইজার হায়দ্রাবাদের ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত হন , তার করোনা পরীক্ষার রিপোর্ট ও পজিটিভ আসে এর পরেই ভারতীয় বোর্ডের তরফ থেকে ২০২১ এর IPL অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এর পরেই IPL এর দর্শকরা হতাশ হয়ে পরে। কিন্তু IPL স্থগিত হওয়ায় পাকিস্তানী অনুগামীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিতে থাকে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে
— حَسَن (@Zohaibisok) May 4, 2021
https://twitter.com/AliMughal_007/status/1389500799630385154?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1389500799630385154%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla%2Fsportzwikibangla-epaper-szwikibn%2Faaipielersthagitadeshniyedarunkhilliodalenpakistanerjanagantrolersagaredubiyedilbharatake-newsid-n276707540%3Fs%3Dauu%3D0xd789d41bfecd327fss%3Dwsp