Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ট্রাভেল ব্লগের আড়ালে পাকিস্তানে গোপন তথ্য পাচার করত ইউটিউবার জ্যোতি মালহোত্রা ৷ এই অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করেছে হরিয়ানার হিসার থানার পুলিশ ৷ অভিযোগ, তার সঙ্গে পাক হাইকমিশনের এক আধিকারিকের নিবিড় যোগাযোগ ছিল ৷ তার নাম দানিশ ৷ তার সহযোগিতায় জ্যোতি পাকিস্তানে ঘুরতে যায় ৷ এই পাক-আধিকারিক আগেই ভারত থেকে বহিস্কার করা হয়েছে ৷
পাকিস্তানে যাওয়া
পুলিশের জেরার মুখে জ্যোতি তার ভ্রমণ বিষয়ক ইউটিউব চ্যানেল ‘ট্রাভেল উইথ-জো’-এর কথা বলে ৷ সে জানায়, 2023 সালে পাকিস্তানে যাওয়ার ভিসা পেতে পাক হাইকমিশনে গিয়েছিল ৷ সেখানে তার সঙ্গে আলাপ হয় আহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ৷ তার মোবাইল নম্বর নেয় জ্যোতি ৷ তারা একে অপরের সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে ৷ এরপর জ্যোতি দু’বার পাকিস্তানে ঘুরতে গিয়েছিল ৷ সেখানে আহসান-উর-রহিমের পরিচিত আলি আহওয়ান নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় হরিয়ানার ইউটিউবারের ৷ আহওয়ানই পাকিস্তানে তার থাকা-খাওয়ার বন্দোবস্ত করে দেয় ৷
পুলিশের কাছে জ্যোতির স্বীকারোক্তি
পাকিস্তানে থাকাকালীন আলি আহওয়ান, জ্যোতিকে সে দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে দেখা করিয়ে দেয় ৷ এছাড়া সেখানে শাকির এবং রানা শেহবাজ নামে আরও দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় জ্যোতির ৷ কেউ যেন সন্দেহ না করে তাই শাকিরের মোবাইল নম্বর নিজের ফোনে জাট রনধাওয়া নামে সেভ করে রেখেছিল জ্যোতি ৷
এরপর সে ভারতে ফিরে আসে ৷ সেই তখন থেকে পাকিস্তানে আলাপ হওয়া গোয়েন্দা-নিরাপত্তা আধিকারিক-সহ বাকিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপ চ্যাট এবং টেলিগ্রামের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখত জ্যোতি ৷ এই মাধ্যমগুলি দিয়ে ভারত সম্পর্কিত সংবেদনশীল তথ্যও পাঠাত পাকিস্তানের কাছে ৷ এর পাশাপাশি নয়াদিল্লিতে পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গেও প্রায়শ দেখা করত জ্যোতি ৷
এদিন গ্রেফতারির পর তাকে হরিয়ানার হিসার আদালতে পেশ করে পুলিশ ৷ আদালত ইউটিউবারকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ সম্প্রতি হরিয়ানা থেকে একের পর এক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতারির খবর মিলেছে ৷ জ্যোতি মালহোত্রা ছাড়াও এদিনই নুহ জেলার নাগিনা থানা এলাকা থেকে জামিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এর আগে কৈঠাল জেলার পড়ুয়া দেবেন্দ্র সিংও গ্রেফতার হয়েছে ৷ সে অপারেশন সিঁদুর চলাকালীন সেনার গতিবিধি সংক্রান্ত তথ্য পাকিস্তানকে পাঠিয়েছে বলে অভিযোগ ৷ পানিপথ জেলার বাসিন্দা 24 বছরের নৌমান ইলাহীকেও পুলিশ গ্রেফতার করেছে ৷ সে পাকিস্তানের জঙ্গি ইকবালকে দেশের সংবেদনশীল খবরাখবর পাচার করেছে বলে তদন্তে জানা গিয়েছে ৷ দীর্ঘ সময় ধরেই এরকম একাধিক দেশ-বিরোধী কাজকর্ম চালিয়ে যাচ্ছিল ইকবাল ৷
আরও পড়ুন:- দুরন্ত কামব্যাক, মে মাসেই ৪৮% দাম বেড়েছে এই মাল্টিব্যাগার স্টকের।