IT কর্মীদের জন্য নতুন ওয়েবসাইট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: –  IT কর্মীদের কাজের অনুসন্ধানের জন্য ‘কর্মভূমি ‘ নামে নতুন একটি ওয়েব পোর্টালের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত যারা নতুন করে কাজের সন্ধান করছেন কিংবা যারা বিকল্প চাকরির খোঁজ করছেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলার বিভিন্ন IT কোম্পানিতে আবেদন করতে পারবেন।

করোনাভাইরাস মোকাবিলায় জারি করা লকডাউনে বিপুল মন্দার সামনে দেশের অর্থনীতি। এর ফলে চাকরির ক্ষেত্রে দেশের অন্যান্য সেক্টরের মতো IT সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই দীর্ঘ লোক ডাউনের ফলে। প্রচুর সংস্থা কর্মী ছাটাই করতে বাধ্য হয়েছে। ফলে অনেক মানুষই কাজ হারিয়ে বেকার হয়েছেন। আবার কিছু সংস্থা কর্মীদের বেতন হ্রাস করেছে। আগামী দিনে আরো অনেক মানুষ কাজ হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন গণ সমীক্ষা। ছোট এবং মাঝারি কোম্পানিগুলো বেশি পরিমানে ক্ষতির সম্মুখীন হয়েছে।

IT কর্মীদের জন্য নতুন ওয়েবসাইট

একদিকে ছাঁটাইয়ের আশঙ্কা অন্যদিকে সংক্রমণের। এর ফলে ভিন রাজ্যে কর্মরতরাও দেশে ফিরতে আগ্রহী হয়ে পড়েছেন। সেক্ষেত্রে রাজ্য সরকারে এই উদ্যোগ সদ্য কর্মহীন মানুষদের কিংবা চাকরি বদলে যারা আগ্রহী তাদের মনে আশার আলো জ্বালাবে । চাকরি প্রার্থী ও নিয়োগে আগ্রহী সংস্থার মধ্যে সমন্বয় ঘটাবে এই কর্মভূমি ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক টুইট বার্তায় এই ওয়েবসাইটের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে ওয়েবসাইটে গেলে প্রথমে COVID-পরিস্থিতির কারণে চাকরি খুঁজছেন এই শর্তে ‘সহমত’ হতে হবে।

Highlights

১. কর্মভূমি নাম নতুন একটি ওয়েব পোর্টালের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

২. চাকরি প্রার্থী ও নিয়োগে আগ্রহী সংস্থার মধ্যে সমন্বয় ঘটাবে এই ওয়েবসাইট।

৩. সদ্য কর্মহীন কিংবা চাকরি বদলে আগ্রহীরা এইখানে আবেদন করতে পারবেন।

# IT Sector | # Karmabhumi portal | # Mamata Banerjee

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন