Jio-র ঘুম উড়িয়ে দিল Airtel ! সস্তার এই প্ল্যানে মিলছে ভরপুর সব সুবিধা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : টেলিকম দুনিয়ায় একের পর এক চমক দিচ্ছে এয়ারটেল (Airtel Plan)। হ্যাঁ, একদিকে যখন সাধারণ মানুষ মোবাইল রিচার্জ করতে দিনের পর দিন হিমশিম খাচ্ছে, ঠিক তখন এয়ারটেল এমন এক প্ল্যান নিয়ে এসেছে, যা একবার রিচার্জ করলেই গোটা বছর নিশ্চিন্তে থাকা যাচ্ছে। এমনকি সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখেই এই প্ল্যানটি আনা। তো চলুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !

বাজার কাপানো এয়ারটেলের প্ল্যান

এয়ারটেল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর। আর এবার তারা এমন একটি লং টার্ম প্ল্যান নিয়ে এসেছে, যা সুবিধার দিক থেকে নজরকাড়া। হ্যাঁ, এয়ারটেল মাত্র ১৭৯৯ টাকার প্ল্যানে দিচ্ছে-

  • ৩৬৫ দিনের ভ্যালিডিটি, 
  • যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুযোগ, 
  • প্রতিদিন ১০০ টি করে এসএমএস, 
  • বছরে মোট ২৪ জিবি ডেটা,
  • আনলিমিটেড 5G ডেটা এবং
  • HelloTunes ও Wynk Music-র ফ্রি সাবস্ক্রিপশন।

এককথায় বলতে গেলে, যারা মোবাইল ব্যবহার করে, কিন্তু কল বা স্বল্প পরিমাণ ইন্টারনেটের দরকার হয়, তাদের জন্য এই প্ল্যানটা এক্কেবারে সেরা বিকল্প। 

মিলছে আনলিমিটেড 5G ডেটা

এয়ারটেলের এই অফার থাকছে আনলিমিটেড 5G ডেটার সুবিধা। তবে হ্যাঁ, এখানে একটি শর্ত রয়েছে। আপনার স্মার্টফোন বা এলাকায় অবশ্যই 5G সংযোগ থাকতে হবে। আর যদি তা থেকে থাকে, আপনি নির্দ্বিধায় যত খুশি 5G ডেটা ব্যবহার করতে পারবেন। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন