Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio সম্প্রতি এক নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটির মূল আকর্ষণ হলো মাত্র কয়েক টাকায় বিশাল 200 GB ডেটা, আনলিমিটেড কলিং ও একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন একসাথে পাওয়া যাচ্ছে। যারা বেশি ডেটা ব্যবহার করেন এবং OTT কনটেন্ট পছন্দ করেন, তাদের জন্য এই প্ল্যান নিঃসন্দেহে সেরা চয়েস।
Jio-র নতুন রিচার্জ প্ল্যানে চমক! কম খরচে মিলছে দারুণ বেনিফিট
Jio-র এই নতুন প্ল্যানটির মূল্য ৮৯৮ টাকা, ভ্যালিডিটি হল ৭৫ দিনের জন্য, এর সাথে মিলছে মোট 200 GB ডেটা, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 2.67 GB ডেটা। এই প্ল্যানে ডেটা শেষ হয়ে গেলে, ব্যবহারকারীরা 64 Kbps গতিতে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন। আনলিমিটেড কলিং ও SMS-র সুবিধা এবং অনেকেই মনে করছেন যে, এবারে কিছুটা হলেও সুবিধা হবে সকলের।
এই রিচার্জ প্ল্যানে রয়েছে
- দেশের যে কোনো নম্বরে আনলিমিটেড ভয়েস কল
- প্রতিদিন ১০০টি SMS ফ্রি
- কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সমস্ত পরিষেবা
- এটা এমন একটি ফিচার যা অনেক ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনীয়তা মেটায়।
কোন কোন OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে?
- Jio Cinema Premium
- Sony LIV
- Zee5
- Disney+ Hotstar
- Sun NXT
- Hoichoi
কারা এই প্ল্যান বেছে নেবেন?
বেশি ডেটা ব্যবহার করেন, OTT প্ল্যাটফর্মে সিনেমা ও সিরিজ দেখতে ভালোবাসেন, ফোন কল ও মেসেজ রেগুলারলি ব্যবহার করেন, বিশেষ করে যারা ঘন ঘন ট্রাভেল করেন এবং বিনোদনের জন্য মোবাইলে নির্ভর করেন, তাদের জন্য এটি দারুণ উপযোগী, রিচার্জ করা যাবে Jio অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে, প্ল্যানটি শুধুমাত্র প্রিপেইড ব্যবহারকারীদের জন্য, এই অফারটি সীমিত সময়ের জন্য উপলব্ধ হতে পারে।
কেন এই প্ল্যান বাজারে আলোচনায়?
বর্তমানে যেভাবে OTT সাবস্ক্রিপশন এবং ডেটার দাম বাড়ছে, সেখানে Jio এই ধরনের কম্বো প্ল্যান নিয়ে এসে বড় চমক দিয়েছে। 200 GB হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, একাধিক জনপ্রিয় OTT সাবস্ক্রিপশন, ৭৫ দিনের দীর্ঘ মেয়াদ। আর যাদের একটু বেশি নতুন নতুন কন্টেন্ট বা সিনেমা দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই এই প্ল্যান সম্পর্কে জেনে নিতে পারবেন।
আরও পড়ুন:- ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে দারুন পদক্ষেপ কলকাতা পুরনিগমের, জানতে বিস্তারিত পড়ুন