Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চিকেন পাতে পড়লে মন যেমন ভাল হয়, তেমনই পেটও ভরে। আর যা দি কেএফসির চিকেন হয়, তা হলে মজা দ্বিগুণ হয়।
ঘরে সহজেই বানাতে পারেন কেএফসি-র স্টাইলে চিকেন। সহজ রেসিপি রইল…
উপকরণ: চিকেনের বড় সাইজের কয়েকটি টুকরো, টমেটো সস, সোয়া সস, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মশলা, ময়দা, কর্ন ফ্লাওয়ার, নুন, রসুন পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল।