LIC আনতে চলেছে দারুন এক চমক, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা এলআইসি শীঘ্রই স্বাস্থ্য বিমা খাতে প্রবেশ করতে চলেছে। বিমা খাতের শীর্ষস্থানীয় এই সরকারি সংস্থাটি একটি স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনতে চলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এলআইসির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন যে, স্বাস্থ্য বিমা সংস্থার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং 31 মার্চের আগে বিষয়টি চুক্তিটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। তবে কোন স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনবে তার নাম প্রকাশ করেননি সিদ্ধার্থ মোহান্তি।

স্বাস্থ্য বিমা ব্যবসায় প্রবেশ করা এলআইসির জন্য খুবই স্বাভাবিক বিষয়। দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা LIC বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্য বিমা খাতে প্রবেশের সম্ভাবনাগুলির খোঁজ করছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলআইসি প্রধান বলেন, “স্বাস্থ্য বিমা ব্যবসায় যোগদান এলআইসির জন্য একটি স্বাভাবিক পছন্দ এবং আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

4000 কোটি টাকায় একটি স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব কিনতে পারে এলআইসি:

সিদ্ধার্থ মোহান্তি জানান যে, এলআইসি স্বাস্থ্য বিমা সংস্থাতে 51 শতাংশ বা তার বেশি নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব কিনবে না। কতটুকু শেয়ার ক্রয় করা হবে তা নির্ভর করবে এলআইসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং মূল্যায়নের মতো বিষয়গুলির উপর। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এলআইসি 4000 কোটি টাকার চুক্তিতে মণিপালসিগনা সংস্থার অংশীদারিত্ব কেনার কথা বিবেচনা করছে।

মঙ্গলবার এলআইসির শেয়ার দর বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে:

মঙ্গলবার, বিএসইতে এলআইসির শেয়ারের দাম 12.65 টাকা (1.7%) বেড়ে 757.65 টাকায় বন্ধ হয়েছে। তবে, সংস্থার শেয়ার এখনও তাদের 52-সপ্তাহের সর্বোচ্চ স্তরের অনেক নিচে এবং 52-সপ্তাহের সর্বনিম্ন স্তরের কাছাকাছি লেনদেন করছে। এলআইসি শেয়ারের 52 সপ্তাহের সর্বোচ্চ দাম 1221.50 টাকা এবং 52 সপ্তাহের সর্বনিম্ন দাম 715.35 টাকা। বিএসইর তথ্য অনুযায়ী, সংস্থার বর্তমান বাজার মূলধন 4,79,213.45 কোটি টাকা।

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন