Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের অন্যতম জনপ্রিয় জীবন বিমা সংস্থা এলআইসি (LIC) একটি অসাধারণ পেনশন স্কিম নিয়ে এসেছে LIC New Jeevan Shanti Plan. যারা অবসরের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা খুঁজছেন, তাদের জন্য এই পলিসি আদর্শ। এই স্কিমে বিনিয়োগ করে গ্রাহকরা মাসে ১,৪২,৫০০ পর্যন্ত পেনশন পেতে পারেন। তাহলে ইনভেস্ট করার সকল তথ্য সম্পর্কে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন।
LIC New Jeevan Shanti Plan 2025
LIC এর এই পলিসিটি একটি নন লিংকড, নন পার্টিসিপেটিং, সিঙ্গেল প্রিমিয়াম অ্যানুইটি প্ল্যান, যেখানে গ্রাহক একবারেই পুরো টাকা জমা দিয়ে ভবিষ্যতে নির্ধারিত সময় থেকে নিয়মিত পেনশন পেতে থাকেন। এককালীন প্রিমিয়াম প্রদান করে আজীবন পেনশন পাওয়া যায়, একক বা যুগল লাইফ অ্যানুইটি সুবিধা রয়েছে, কর ছাড়ের সুবিধা রয়েছে ধারা ৮০সি অনুযায়ী।
LIC New Jeevan Shanti Plan for Monthly Pension
এই পলিসিতে মাসে ১.৪২ লাখ পেনশন পেতে গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণে ইনভেস্ট করতে হয়। যেমন – যদি কোনও গ্রাহক ৩০ লক্ষ বা তার বেশি পরিমাণে এককালীন প্রিমিয়াম প্রদান করেন, নির্ধারিত বয়স ও স্কিম টাইপ অনুযায়ী মাসিক ১,৪২,৫০০ পর্যন্ত পেনশন মিলতে পারে। পেনশন শুরু হয় পলিসি নেওয়ার ১ বছর পর, একক এবং যুগল লাইফ অপশন বেছে নেওয়া যায়।
LIC New Jeevan Shanti Plan Features
- স্থায়ী মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক পেনশনের অপশন
- মৃত্যুর পরে নমিনিকে প্রিমিয়াম ফেরতের সুবিধা
- ঋণ নেওয়ার সুবিধা নির্দিষ্ট সময় পরে
- সুরক্ষিত বিনিয়োগের সঙ্গে নিশ্চিত আয়ের গ্যারান্টি
কারা নিতে পারেন এই পলিসি?
ন্যূনতম বয়স ৩০ বছর, সর্বোচ্চ বয়স ৭৯ বছর পেনশন টাইপ অনুযায়ী ভিন্ন হতে পারে তাই আগের থেকে জেনে নেওয়া দরকার আছে, যারা এককালীন বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে নির্ভর যোগ্য পেনশন পেতে চান। বিনিয়োগের নিরাপত্তা, স্থায়ী আয়, অবসরের পর অর্থনৈতিক স্বাধীনতা, কর ছাড়।
How to Invest on LIC New Jeevan Shanti Plan
- LIC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন
- নিকটবর্তী LIC ব্রাঞ্চে গিয়ে ফর্ম পূরণ করে প্রিমিয়াম জমা দিতে পারেন
- প্রিমিয়াম নির্ধারণে ক্যালকুলেটরও ব্যবহার করতে পারেন LIC এর পোর্টালে
উপসংহার
যারা অবসর জীবনে নিশ্চিন্তভাবে মাসে মোটা অঙ্কের পেনশন পেতে চান, তাদের জন্য LIC নিউ জীবন শান্তি পলিসি এক দুর্দান্ত অপশন। একবার বিনিয়োগ করলেই আজীবন নিশ্চিন্ত জীবন। সুরক্ষিত ও নিয়মিত পেনশনের গ্যারান্টি চায় এমন সকলের জন্য এই পলিসি হতে পারে এক আদর্শ বেছে নেওয়া।
আরও পড়ুন:- দিলজিতের ছবি ‘পাঞ্জাব ৯৫’-এর রিলিজ় আটকে দিল ভারত সরকার, নেপথ্যে কি কারণ ?