এই সব সতর্কতা আপনাকে সুরক্ষিত রাখবে সাইবার ক্রিমিনালদের হানা থেকে

By author22

Published on:

hack

Bangla News Dunia , Rajib : আপনার গ্যাজেটের অপারেটিং সিস্টেম (ওএস) বা কোনও সফ্টওয়্যার আপডেট করা দরকার কি না, তা নিয়ে সংশ্লিষ্ট ওএস-এর পোর্টাল থেকেই অ্যালার্ট আসে। সেটার উপর নজর রাখুন। বাইরে থেকে অপরিচিত কেউ ফোন বা মেসেজ করলে সাড়া না–দেওয়াই ভালো।

আপনার গ্যাজেটে সব সময়েই লাইসেন্সড অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি-এক্সপ্লয়েট সফটওয়্যার রাখবেন এবং তা নিয়ম করে আপডেট করুন।

আপনার গ্যাজেটে থাকা সব জরুরি ফাইল বা ফোল্ডারের ব্যাক-আপ মাঝেমধ্যেই নিয়ে রাখুন। যাতে কোনও ভাবে ব়্যানসমওয়্যার অ্যাটাক হলে এবং আপনার গ্যাজেটের দখল সাইবার প্রতারকদের হাতে চলে গেলেও তাদের কথামতো টাকা খসাতে না হয়।

কোনও ভাবে ব়্যানসমওয়্যার অ্যাটাক হলেও সেটা থেকে উদ্ধার পেতে প্রতারকদের কথামতো টাকা দেবেন না। কোনও পেশাদার সাইবার বিশেষজ্ঞের সাহায্য নিন। কেন্দ্রীয় সরকারি পোর্টাল www.cybercrime.gov.in পোর্টালে বিষয়টি জানান।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

আপনার গ্যাজেটে থাকা বিভিন্ন জরুরি অ্যাপ, ফোল্ডারগুলিতে অবশ্যই পাসওয়ার্ড প্রোটেকশন রাখুন। নিরাপত্তা আরও নিশ্চিত করতে টু-পয়েন্ট অথেন্টিকেশন রাখুন। অর্থাৎ, পাসওয়ার্ডের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট অথবা বায়োমেট্রিক লক রাখুন।

অনেক ক্ষেত্রে আপনাকে ফোন বা মেসেজ করে বলা হতে পারে যে, তারা বাজারের তুলনায় অনেক কম দামে আপনার স্মার্ট গ্যাজেটে অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার লোড করে দেবে। এই রকম কোনও ফোন বা মেসেজ এলে তাতে সাড়া দেবেন না। সব সময়ে নির্দিষ্ট অ্যান্টিভাইরাস বা সাইবার সিকিওরিটি কোম্পানির অফিশিয়াল প্ল্যাটফর্মে যোগাযোগ করবেন।

আপনার স্মার্ট গ্যাজেটের সুরক্ষার কথা বলে কোনও লিঙ্ক পাঠানো হলে তার মধ্যে অনেক ক্ষেত্রে ম্যালিশিয়াস অবজেক্ট থাকার সম্ভাবনা বেশি। এই রকম কোনও লিঙ্কে ক্লিক করলে অনেক ক্ষেত্রে আপনার গ্যাজেটটিতে রিমোট অ্যাপ ডাউনলোড হয়ে যেতে পারে।

আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাসের নাম করে ভাইরাসও ইনজেক্ট করা হয়ে থাকতে পারে। তাই কোনও অপরিচিত ফোন বা মেসেজে প্রভাবিত হয়ে গিয়ে লিঙ্কে ক্লিক করে বসবেন না। করলে ভুগতে হতে পারে কিন্তু। সব সময়ে সতর্ক থাকুন।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

author22

মন্তব্য করুন