Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লটারির (Lottery) টিকিট কেটে ভাগ্য বদলাতে কে না চান। কিন্তু মুখে বললেই তো আর হয়ে গেল না। লটারির টিকিট কাটলেও ভাগ্যের চাকা যে ঘুরবেই তা কিন্তু নয়। অনেকেই জানেন না যে লটারি জেতার জন্য যেমন ভাগ্য লাগে ঠিক তেমনই লাগে বুদ্ধি। টিকিট কাটার আগে কিছু বিষয় মনে রাখলে টাকা জেতার সম্ভাবনা বেড়ে যায়। আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
Lottery-তে টাকা জেতার গোপন কৌশল
আপনারও কি ইচ্ছে আছে লটারিতে জ্যাকপট পাওয়ার? তাহলে আপনাকে জেনে নিতে হবে লটারি জেতার গোপন কৌশল। টিকিট কাটার কিছু নির্দিষ্ট বিষয় নজরে রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার জেতার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি।
লটারির টাকা জেতার কৌশল
১) কোনো দিনের লটারির টিকিট (Lottery Ticket) কাটার আগে অন্ততপক্ষে বিগত সাত দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক করে নিতে হবে অর্থাৎ নজর রাখতে হবে। এতে যেটা হবে, টিকিট কাটার আগে কোন টিকিটে টাকা উঠেছে সেই বিষয়ে একটি সম্যক ধারণা করে নিতে পারেন।
২) যদি দেখেন আগেরবার কোনও একটা মিডল নাম্বার জিতেছে, তাহলে সেইরকম নাম্বার দেখে টিকিট কেনার চেষ্টা করুন। আবার অনেক সময় তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পেতে পারেন অপশন হিসেবে। এবার আপনাকে যেটা করতে হবে, টিকিট কেনার সময় মিডল নাম্বারটিকে বেছে নিতে হবে। আর যেটা করতে হবে, আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও নজর রাখতে হবে।
৩) মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রাখতে হবে। আর তার পরবর্তী দশ ঘরের টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট যদি টিকিট কাটেন তাহলে অনেক সময় টাকা উঠতে পারে।
৪) তবে মনে রাখবেন, সব সময় টিকিটের নম্বর নয়, এটাও গুরুত্বপুর্ণ যে কোথা থেকে টিকিট কাটছেন। তাই যে কাউন্টারে টিকিট বেশি সেখান থেকে কাটা ভালো। এতে সুবিধা হল, আপনার পছন্দ করার সুযোগ বেশি থাকছে। আগের যিনি বিজেতা তাঁর যেটি মিডল নাম্বার ছিল, আপনি তার বিপরীত নাম্বার নিন। অর্থাৎ এক্ষেত্রে যেটা করতে হবে, শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করতে হবে।
৫) এছাড়া আপনার জন্য যে নম্বরটি শুভ বলে বিবেচিত হয়, সেই নম্বরের টিকিট কাটতে পারেন। হতেও পারে এতে আপনার টাকা উঠলো। তবে মনে রাখতে হবে ভাগ্য সাথ দিলে আপনি যে টিকিটই কাটুন না কেন সে টিকিটই টাকা উঠবে।
উপসংহার
তাহলে এর পরেরবার থেকে যখন লটারি টিকিট কাটবেন তখন উপরোক্ত নিয়মগুলি মেনে চলবেন।তবে মনে রাখতে হবে লটারির ক্ষেত্রে ভাগ্যই সব। ভাগ্যে থাকলে আপনি অবশ্যই টাকা জিতবেন।
আরও পড়ুন:- অপারেশন সিঁদুরে কি ভেঙে পড়েছিল ভারতের যুদ্ধবিমান? জানালেন CDS অনিল চৌহান