LPG কানেকশন থাকলেই জানুন, আসছে বড়সড় পরিবর্তন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আগামী ১০ মে, ২০২৫ থেকে চালু হতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের একাধিক নতুন নিয়ম। হ্যাঁ ঠিকই পড়েছেন। আর এই নতুন নিয়মের মূল উদ্দেশ্যগুলি হল – নিরাপত্তা বাড়ানো, সচেতনতা বাড়ানো এবং পরিষেবার মানকে আরো ডিজিটাল করে তোরা। তো চলুন জেনে নেওয়া যাক, গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে কী কী পরিবর্তন আসছে এবং আমাদের দৈনন্দিন বাজেটে কীভাবে প্রভাব পড়বে।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

এখন সিলিন্ডারে থাকবে নিজস্ব আইডেন্টিটি

গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারে এবার থাকবে বারকোড, কিউআর কোড বা RFID ট্যাগ। এখন থেকে আপনি এবং গ্যাস ডিলার, দুজনেই এই কোড দেখতে পাবেন। আর এর মাধ্যমে জানতে পারবেন, সিলিন্ডারটি কতবার রিফিল হয়েছে, শেষ কবে রিফিল হয়েছিল এবং সিলিন্ডারটি নিরাপদ রয়েছে, নাকি মেয়াদ ফুরিয়ে গেছে। 

নিরাপত্তা ব্যবস্থা হবে এখন আরও কঠোর

শুধু বাড়ির রান্নার গ্যাস নয়, বরং গ্যাসের ট্যাঙ্ক, বাল্ক ট্রান্সপোর্টেশন, এমনকি হাইড্রোজেনের মতো ভবিষ্যৎ জ্বালানীর পরিষেবা আসছে। হ্যাঁ, গ্যাস সংরক্ষণ এবং পরিবহনে নতুন সেফটি স্ট্যান্ডার্ড ফিচার চালু করতে চলেছে কেন্দ্র সরকার। আর এর ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমবে।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন