NDA-তে শামিল হবেন কোণঠাসা কানহাইয়া ! তুঙ্গে জল্পনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- NDA-তে শামিল হবেন কোণঠাসা কানহাইয়া ! বেগুসরাই থেকে লাল ঝড়ের আভাস দিলেও এখন নিজের দলেই কোণঠাসা সিপিআই নেতা কানহাইয়া কুমার। এই পরিস্থিতিতে নিজের দল বদলের জল্পনা উসকে রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রি সভার সদস্য অশোক চৌধুরীর সঙ্গে দেখা করেছেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। প্রসঙ্গত গত ১ ডিসেম্বর পাটনা আসেন হায়দরাবাদ সিপিআইয়ের সচিব ইন্দু ভূষণ। সেখানে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন কানহাইয়া ও তাঁর সমর্থকরা। সেখান থেকে সমস্যার সূত্রপাত।

ফলে হায়দরাবাদ সিপিআই কানহাইয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য প্রস্তাব পাশ করে। কিন্তু পরে নিজের অনুগামীদের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। কিছু দিন আগেও জেএনইউয়ের প্রাক্তন এই ছাত্র নেতা বিতর্কে জড়িয়েছিলেন প্রকাশে নিজের দল সিপিআইকে কনফিউশন পার্টি অফ ইন্ডিয়া নামে কটাক্ষ করে। সেই দল বিরোধী বক্তব্যের জন্যও পরে তাঁকে দলের কাছে ব্যাখ্যা দিতে হয়েছে। ফলে সিপিআই নেতৃত্বের সঙ্গে দূরত্ব ক্রমে বেড়ে চলেছে। তাই দলবদলের হাওয়ায় গা ভাসিয়ে দেবেন কি কানহাইয়া কুমার ?

আরো পড়ুন :- মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত ! তুঙ্গে জল্পনা

 উলেখ্য জেএনইউয়ের ছাত্র রাজনীতির আঙিনা পার করে জাতীয় দল সিপিআই-র হয়ে ২০১৯ সালে জাতীয় রাজনীতিতে পা রাখেন কানহাইয়া কুমার। নিজের বাড়ি বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু বিজেপি-র হেভি ওয়েইট প্রাথী গিরিরাজ সিংয়ের কাছে হেরে যান। এবার তিনি কি করেন সেটাই দেখার ?

Highlights

1. NDA-তে শামিল হবেন কোণঠাসা কানহাইয়া !

2. এবার তিনি কি করেন সেটাই দেখার ?

#NDA #JDU

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন