Bangla News Dunia, Pallab : আগামীকাল দেশের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা NEET UG, অংশ নিচ্ছে ২৩ লাখের মত পরীক্ষার্থী! পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে একনজরে দেখে নিন NTA এর তরফে কি বলা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কি নেওয়া যাবে ও কি নিয়ে যাওয়া যাবে না।
আগামীকাল রবিবার, ৪ মে—সারা দেশে অনুষ্ঠিত হতে চলেছে NEET UG 2025 পরীক্ষা। এই বিশাল আয়োজনের দায়িত্বে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
NEET UG 2025 পরীক্ষা শুরু হবে দুপুর ২টায় আর শেষ হবে ৫টায়। পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সকাল ১১ টা থেকে দুপুর ১:৩০ এর মধ্যে কেন্দ্রে প্রবেশ করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে এনটিএ। সারা দেশের ৫৪৫৩ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে, এর পাশাপাশি বিদেশের ১৩ টি শহরে পরীক্ষা হবে।
NEET UG 2025 Exam Admit Card Download:
neet.ntaonline.in ওয়েবসাইটে গেলেই সহজেই পরীক্ষার্থীরা NEET UG 2025 পরীক্ষার অ্যাডমিট দেখতে পাবে এবং যা ডাউনলোড ও করা যাবে। আগামিকাল দুপুর 2টা থেকে শুরু করে ৫টা পর্যন্ত আয়োজিত হবে সর্বভারতীয় স্তরের এই নিট পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দেশের সবচেয়ে বড় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা ৷ এই পরীক্ষার মাধ্যমে সারাদেশে মেডিক্যাল, ডেন্টাল, আয়ুষ, ভেটেরিনারি-সহ বিভিন্ন কোর্সে পড়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।
NEET UG 2025 পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
- পরীক্ষার্থীরা সকাল ১১ টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
- পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে, দুপুর ১:৩০ মিনিটের পর আর কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
- বড় বোতামযুক্ত এবং আঁটোসাঁটো পোশাক পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই ৷
- গলায় কোনও ধরনের হার থাকলে চলবে না ৷
- এছাড়াও, নাকের পিন, কানের দুল, হাতে ব্রেসলেট পরে ঢোকা যাবে না ৷
- কোনও ধাতব বস্তু সঙ্গে রাখা যাবে না ৷
- প্রার্থীদের প্রবেশের সময় আইডি প্রুফ আনতে হবে ৷ তাতে আধার কার্ড ব্যবহার করা আবশ্যক ৷
- এছাড়াও, রেশন কার্ড, ছবির সঙ্গে আধার তালিকাভুক্ত নম্বর, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাসপোর্ট হলে প্রবেশের জন্য নিয়ে যাওয়া যেতে পারে ৷ছবি শুধুমাত্র আসল নিতে হবে।
- জেরক্স বা ফটোকপি কিংবা মোবাইলে যেকোনও ধরনের ফটো আইডি দেখালে কাজ হবে না।
- এর পাশাপাশি অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে।
- প্রার্থীদের শুধুমাত্র জলের বোতল নিয়ে যেতে পারবে তবে বোতলে লেভেল থাকবে না এমন বোতল ৷
- পরীক্ষার্থীদের মোবাইল, ইয়ারফোন, ব্লুটুথ ইত্যাদি কোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে নিয়ে পারবে না।
- পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ পরীক্ষা কক্ষ বা হল ত্যাগ করতে পারবেন না ৷
- প্রবেশপত্রের নির্ধারিত স্থানে তাঁর স্বাক্ষর করতে হবে।
- পরীক্ষার সময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে ৷
- পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীকে OMR শিটের মূল কপি উভয়ই পরীক্ষকের কাছে হস্তান্তর করতে হবে ৷
- কোনও পরীক্ষার্থী অন্যায়ভাবে ধরা পড়লে তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
- এমনকী কোনওরকম কাগজ নিজের কাছে রাখা যাবে না।
- খাবার জিনিসও সঙ্গে রাখা যাবে না পরীক্ষা কেন্দ্রে।
- স্বচ্ছ বল পেন (নীল বা কালো) পরীক্ষা কেন্দ্র নিয়ে যেতে পারবেন।