Bangla News Dunia, Pallab : কয়েক লক্ষ ভুয়ো ওবিসি কার্ড (OBC Certificate) বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। মামলা বিচারাধীন এখনো। আর এরই মধ্যে সেই আগুনে ঘি ঢালল কেন্দ্র সরকার।
West Bengal OBC Certificate Cancel List
একসঙ্গে ৩৫ টি সম্প্রদায় কে বহিষ্কার করা হলো ওবিসির তালিকা থেকে। অর্থাৎ এইসব সম্প্রদায়ের প্রার্থীরা কোনদিনও আর ওবিসির সুযোগ-সুবিধা পাবেন না। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল বাত-বিতণ্ডা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে, এটি কেন্দ্রের পরিকল্পিত পদক্ষেপ, যার মাধ্যমে সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণীর মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করা হচ্ছে।পশ্চিমবঙ্গের ওপর এর প্রভাব কতখানি, জেনে নেব আজকের আলোচনায়।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
কোন সম্প্রদায়গুলি বাদ পড়েছে?
জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিত্তিতে বাদ পড়েছে ৩৫টি সংখ্যালঘু সম্প্রদায়, যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য—
চুড়িহার, কালওয়ার, নিকারি (মুসলিম), মহালদার (মুসলিম), ঢুকরে (মুসলিম), বাসনি (মুসলিম), আবদাল (মুসলিম), কান (মুসলিম), তুতিয়া (মুসলিম), গায়েন (মুসলিম), বেলদার (মুসলিম), খোট্টা (মুসলিম), মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্কর—এছাড়াও আরও ২০টি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
যদিও OBC Certificate বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। এছাড়া, বাদ পড়া সম্প্রদায়ের সদস্যরাও নিজেদের অধিকার রক্ষার জন্য আইনি পথে হাঁটতে পারেন।