OBC নিয়ে বড়সড় আপডেট ! পোর্টালে বড় পরিবর্তন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল্যাণ (OBC) দপ্তরের পোর্টালে সম্প্রতি এক বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এতদিন ধরে রাজ্যের সরকারি ওয়েবসাইটে OBC সংরক্ষণ সংক্রান্ত তথ্য দুটি ভাগে বিভক্ত করা ছিল – OBC-A এবং OBC-B। কিন্তু হঠাৎ করেই এই দুই ভাগ সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে। বর্তমানে এই ওয়েবসাইটে শুধুমাত্র ‘OBC’ শব্দটি দেখা যাচ্ছে, যা রাজ্যের চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে একপ্রকার বিভ্রান্তি এবং আলোড়নের সৃষ্টি করেছে।

আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?

পোর্টালে ঠিক কী পরিবর্তন এসেছে?

যারা রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের (OBC) অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করেন, তারা দেখেছেন এর আগে OBC তালিকা OBC-A এবং OBC-B – এই দুটি ভাগে বিভক্ত ছিল। কিন্তু এখন সেই বিভাজন সম্পূর্ণভাবে উধাও করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ২০১০ সালের আগের ৬৬টি সম্প্রদায়ের নাম দেখা যাচ্ছে। নতুন করে আর কোনও সম্প্রদায়ের নাম যোগ করা হয়নি, বরং পুরনো দুই ভাগই নেই।

এই পরিবর্তনের পেছনে কারণ কী?

বিশেষজ্ঞদের মতে, কলকাতা হাইকোর্টে চলমান OBC সংরক্ষণ মামলার প্রভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ OBC সংরক্ষণ নিয়ে বিস্তর প্রশ্ন তোলেছেন। আদালতের চূড়ান্ত রায় ঘোষণার আগেই রাজ্য সরকার ওয়েবসাইট থেকে OBC-A এবং OBC-B বিভাজন সরিয়ে দেওয়া হয়। অনেকের মতে, এটি হয়তো আদালতের রায় প্রভাবিত করতে একটি কৌশলও হতে পারে, আবার কেউ বলছেন এটি শুধুই আইনি প্রস্তুতি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন