OMR শিটে কারচুপি থাকলে পরীক্ষায় বসা যাবে না, পাবেন না বেতনও ! জানাল সুপ্রিম কোর্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ রয়েছে যাঁদের বিরুদ্ধে, তাঁরা স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। শুক্রবার ‘অযোগ্য’ চাকরিহারাদের আর্জি খারিজ করে একথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন

নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। আদালত জানিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে হস্তক্ষেপ করা হবে না। পরীক্ষায় বসতে পারবেন না এই শিক্ষকরা। পাবেন না বেতনও।

গত ৩ এপ্রিল এসএসসি-র (SSC) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ জন। শীর্ষ আদালত এও জানিয়েছিল, কমিশনকে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। নিয়োগপ্রক্রিয়া হবে নতুনভাবে। যাঁরা ‘দাগি’ বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না।

এনিয়ে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারাদের একাংশ দাবি করেছিলেন, এই ‘দাগি’ তালিকায় তাঁরা পড়েন না। তাঁদের উত্তরপত্রে কারচুপির অভিযোগ উঠেছে। তাই আবার নতুন করে তাঁরা পরীক্ষায় বসতে চান। নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বেতনও চেয়েছিলেন মামলাকারীরা। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন তাঁদের জোড়া আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্ট ‘দাগি’ হিসাবে যাঁদের চিহ্নিত করেছিল, তাঁদের মধ্যে মূলত তিন ধরনের চাকরিপ্রাপক রয়েছেন। যাঁরা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন, যাঁরা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছেন এবং যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। এই তিন ধরনের চাকরিপ্রাপকের তালিকায় নেই তাঁর মক্কেলরা। কিন্তু সেই আবেদন গ্রাহ্য করেনি সর্বোচ্চ আদালত। 

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন