Bangla News Dunia, Pallab : দৈনন্দিন জীবনে আধার কার্ড আর প্যান কার্ড খুব দরকারি হয়ে উঠেছে। ব্যাংকে টাকা তোলা, জমা দেওয়া, ইনকাম ট্যাক্স ফাইল করা বা যেকোনো সরকারি-বেসরকারি কাজে এই দুটি কার্ড প্রায় সব জায়গাতেই লাগে।
সম্প্রতি আয়কর দফতর জানিয়েছে, যাঁরা শুধু আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড করিয়েছেন, তাঁদের এখনই আসল আধার নম্বর দিয়ে সেই প্যান কার্ড আপডেট করতে হবে। না হলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে
এই আপডেট করার শেষ দিন ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আধার নম্বর প্যান কার্ডের সঙ্গে না জুড়তে পারেন, তাহলে সেই প্যান কার্ড বন্ধ হয়ে যেতে পারে।
তখন ইনকাম ট্যাক্স জমা দেওয়া যাবে না, ব্যাংকের অনেক কাজ আটকে যাবে, এমনকি কোনও বিনিয়োগ বা সম্পত্তি কেনাবেচার সময়ও সমস্যা হতে পারে।
এই কাজটি করতে গেলে আপনাকে আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে (https://www.incometax.gov.in) গিয়ে লগইন করতে হবে।
তারপর ‘Link Aadhaar’ অপশনে গিয়ে আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। এরপর মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফাই করতে হবে। কাজটা খুব সহজ আর কয়েক মিনিটেই হয়ে যাবে।
সবশেষে, একটা কনফার্মেশন মেসেজ আসবে, যেটা জানাবে আপনার আধার আর প্যান কার্ড একসঙ্গে লিঙ্ক হয়েছে। তাই দেরি না করে এখনই দেখে নিন, আপনার প্যান কার্ডে আধার নম্বর আছে কি না। যদি না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে নিন।
আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন