Bangla News Dunia, Pallab : Peptic Ulcer
(Peptic Ulcer) হলো পাকস্থলী (stomach), ক্ষুদ্রান্ত্র (duodenum) অথবা খাদ্যনালির উপরের অংশে হয়ে যাওয়া একটি ক্ষত বা ঘা। এটি তখনই হয় যখন পাকস্থলীর অ্যাসিড এই অঙ্গগুলোর অভ্যন্তরীণ আবরণকে ক্ষতিগ্রস্ত করে।
আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ
#কারণঃ
♦️ হেলিকোব্যাক্টর পাইলোরি (H. pylori) নামক ব্যাকটেরিয়া সংক্রমণ।
♦️ অতিরিক্ত পেইনকিলার (NSAIDs) যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা ন্যাপ্রক্সেন সেবন।
♦️
অতিরিক্ত অ্যাসিড উৎপাদন, যেমন স্ট্রেস, ধূমপান, অতিরিক্ত মদ্যপান।
♦️অনিয়মিত খাদ্যাভ্যাস ও অতিরিক্ত ঝাল খাবার।
♦️ জেনেটিক কারণ – কারো পরিবারে থাকলে ঝুঁকি বেশি।
#লক্ষণ:
🔴 পেটের উপরের অংশে ব্যথা (পেট ফাঁপা, জ্বালাপোড়া)
🔴 ক্ষুধা লাগলে বা খালি পেটে ব্যথা বেড়ে যাওয়া
🔴 বমি বা বমি বমি ভাব
🔴 ওজন কমে যাওয়া
🔴 কালো রঙের পায়খানা (রক্তপাতের লক্ষণ)
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়