Bangla News Dunia, Pallab : কেন্দ্রের এই নিয়মের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা থেকে বাদ বহু কৃষক , কেন্দ্র সরকারই কৃষকদের পাশে থাকছে না, এটাই মনে করছে কৃষকরা। কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা’ থেকে কোচবিহার জেলার বহু কৃষক বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রের কড়া নিয়মের কারণে অনেকেই এই প্রকল্পে নাম লেখাতে পারছেন না।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
জেলার কৃষি দপ্তর জানাচ্ছে, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারির আগে যাঁদের নামে জমির খতিয়ান কম্পিউটারে রেকর্ড হয়েছে, শুধু তাঁরাই এই প্রকল্পে আবেদন করতে পারেন। কিন্তু যাঁদের জমির রেকর্ড ২০১৯ সালের পরে হয়েছে, তাঁরা এই সুবিধা পাচ্ছেন না। ফলে প্রকৃত চাষিরাও বাদ পড়ছেন।
মাথাভাঙ্গার চাষি জমিলা বেওয়া বললেন, “আমি কৃষকবন্ধু প্রকল্পে টাকা পেয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী যোজনার টাকাটা পাইনি। যদি পেতাম, অনেক উপকার হতো।”
একদিকে রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পে প্রায় ৪ লক্ষ ৩০ হাজার কৃষক আর্থিক সুবিধা পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় প্রকল্পে মাত্র ২ লক্ষ ৫২ হাজার কৃষক অন্তর্ভুক্ত হয়েছেন।
রাজ্যের প্রকল্পে এক একরের বেশি জমির জন্য বছরে ১০ হাজার টাকা এবং এক একরের কম জমির জন্য ৪ হাজার টাকা দেওয়া হয়। কেন্দ্রীয় প্রকল্পে বছরে তিন কিস্তিতে মোট ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন