PNB-র এই সিদ্ধান্তে কোটি কোটি গ্রাহকের মাথায় হাত! জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) সম্প্রতি তাদের ফিক্সড ডিপোজিটের (FD) এর সুদের হার কমিয়ে দেওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিবর্তনের ফলে কোটি কোটি গ্রাহক আর আগের মতো রিটার্ন পাবেন না, যা সঞ্চয় কারীদের জন্য বড় ধাক্কা। আর এবারে মাসের শুরুতেই এই এফডি তে কত পরিমাণে ও কেন এই সুদের হার কমিয়ে দেওয়া হল সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

PNB ফিক্সড ডিপোজিটের সুদের হার হ্রাস

৭ দিন থেকে ১৪ দিন- সাধারণ নাগরিকের জন্য- ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪.০০ শতাংশ
১৫ দিন থেকে ২৯ দিন- সাধারণ নাগরিকের জন্য- ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪.০০ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪.০০ শতাংশ
৪৬ দিন থেকে ৬০ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৫.০০ শতাংশ

৬১ দিন থেকে ৯০ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৫.০০ শতাংশ
৯১ দিন থেকে ১৭৯ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬%
১৮০ দিন থেকে ২৭০ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৬.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৭৫ শতাংশ
২৭১ দিন থেকে ২৯৯ দিন- সাধারণ নাগরিকের জন্য- ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭%

৩০০ দিন: সাধারণ নাগরিকের জন্য – ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭ শতাংশ
৩০১ দিন থেকে ৩০২ দিন – সাধারণ নাগরিকের জন্য ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭%
৩০৩ দিন – সাধারণ নাগরিকের জন্য ৬.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৯০ শতাংশ
৩০৪ দিন থেকে এক বছরের কম – সাধারণ নাগরিকের জন্য ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.০০ শতাংশ

আরও পড়ুন:- বিজেপির বিক্ষুব্ধদের সাপ, ব্যাঙের সঙ্গে তুলনা দিলীপের, জানতে বিস্তারিত পড়ুন

১ বছর: সাধারণ নাগরিকের জন্য – ৬.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৩০%
১ বছরের বেশি থেকে ৩৮৯ দিন – সাধারণ নাগরিকের জন্য – ৬.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৩০%
৩৯০ দিন: সাধারণ নাগরিকের জন্য – ৭.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৬০ শতাংশ
৪০০ দিন: সাধারণ নাগরিকের জন্য – ৭.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৬০ শতাংশ

৪০১ দিন থেকে ৫০৫ দিন – সাধারণ নাগরিকের জন্য – ৬.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৩০%
৫০৬ দিন – সাধারণ নাগরিকের জন্য– ৬.৭০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.২০%
৫০৭ দিন থেকে ২ বছর – সাধারণ নাগরিকের জন্য- ৬.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৩০%
২ বছরের বেশি থেকে ৩ বছরের বেশি – সাধারণ নাগরিকের জন্য – ৬.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.২৫%

তিন বছরের বেশি এবং সর্বোচ্চ ১২০৩ দিন – সাধারণ নাগরিকের জন্য ৬.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬.৭৫%
১২০৪ দিন – সাধারণ নাগরিকের জন্য – ৬.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৯০ শতাংশ
১২০৫ দিন থেকে ৫ বছর – সাধারণ নাগরিকের জন্য – ৬.১৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৭৫ শতাংশ
৫ বছর থেকে ১৮৯৪ দিন – সাধারণ নাগরিকের জন্য – ৬.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৮০ শতাংশ
১৮৯৫ দিন – সাধারণ নাগরিকের জন্য – ৫.৮৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬.৬৫%
৫ বছর থেকে ১০ বছর – সাধারণ নাগরিকের জন্য – ৬.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৮০ শতাংশ।

কেন PNB সুদের হার কমাল?

  • RBI সম্প্রতি কোনো বড় হারে রেপো রেট বাড়ায়নি।
  • ব্যাংক গুলোর ডিপোজিট বেড়েছে, কিন্তু লোন দেওয়ার চাহিদা কিছুটা কমেছে।
  • গ্রাহকদের উৎসাহ কম থাকায় ব্যাংক সুদের হার কমিয়ে মুনাফা বজায় রাখার চেষ্টা করছে।

PNB ফিক্সড ডিপোজিটে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন?

  1. বয়স্ক নাগরিকরা যারা সুরক্ষিত বিনিয়োগের জন্য FD তে টাকা রাখেন।
  2. মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা মাসে মাসে সুদের টাকা নির্ভর করেন।
  3. ছোট ব্যবসায়ীরা যারা নিজেদের অতিরিক্ত টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে রাখতেন।
  4. তবে Senior Citizens দের জন্য অতিরিক্ত ০.৫০% সুদের সুবিধা থাকবে।

এই পরিবর্তনের পর বিকল্প কী হতে পারে?

  • যারা এখন আর PNB র FD তে আগের মতো লাভ পাচ্ছেন না, তাদের জন্য কিছু বিকল্প হতে পারে।
  • সরকারি সঞ্চয় প্রকল্প – যেমন SCSS বা PPF
  • Post Office Time Deposit – যেখানে তুলনামূলক স্থির সুদের হার পাওয়া যায়
  • Corporate Fixed Deposit – কিছু প্রতিষ্ঠানে উচ্চ সুদের অফার থাকে
  • SIP বা মিউচুয়াল ফান্ড – যারা ঝুঁকি নিতে পারেন, তাঁদের জন্য ভালো বিকল্প

গ্রাহকদের কী করা উচিত?

  1. যদি আপনার ফিক্সড ডিপোজিটের মেয়াদ এখনো শেষ না হয়ে থাকে, তাহলে পুরনো হারে সুদ পেতে থাকবেন।
  2. নতুন করে FD খোলার আগে বাজার যাচাই করুন ও তুলনা মূলক বেশি সুদের সুযোগ খুজুন।
  3. FD রিনিউ করার সময় নতুন হারে সুদ ক্যালকুলেট করে নিন।

PNB এর এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, শুধু সুরক্ষিত বিনিয়োগ নয়, সঠিক সময়েও সিদ্ধান্ত নেওয়া জরুরি। সুদের হারের এই রদবদল আপনাকে বাধ্য করবে আরও সুচিন্তিত আর্থিক পরিকল্পনা করতে। তাই নিজের অর্থ বিনিয়োগের আগে ভালো করে যাচাই করুন ও প্রয়োজন হলে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন।

আরও পড়ুন:- আপনার চেনা এই ৪ মাছে বিষ আছে, খেলেই ধীরে ধীরে মরবেন

আরও পড়ুন:- নিজের ইচ্ছামতো ব্যাংক একাউন্টে টাকা রাখলেই বিপদ ? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন