POK চাই, তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয় ! ট্রাম্পকে কড়া বার্তা ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পই এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কথা। ট্রাম্পের পোস্টের পরেই সরকারিভাবে সংঘর্ষবিরতির কথা জানায় ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। সেই ট্রাম্পই রবিবার প্রস্তাব দেন কাশ্মীর সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতার। এরপরেই ভারত জানিয়ে দেয় পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য। এই ইস্যুতে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা মানা হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতেই।

আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জম্মু-কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে দিল ভারত। বরাবরই ভারতের দাবি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এই নিয়ে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এদিন আবারও কড়া সুরে নিজের অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি। সোমবার বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমও।

এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে তা জানিয়ে দিয়েছে ভারত। ভারতের স্পষ্ট বক্তব্য, কাশ্মীর নয়, পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে শুধুমাত্র জঙ্গি হস্তান্তর ও সন্ত্রাসবাদ নির্মূল বিষয়ে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন