Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হলদিয়ার সভায় মোদির ভাষণ ! গতকাল রবিবার পশ্চিমবঙ্গের হলদিয়ায় ঝটিকা সফরে এসে বাংলায় বক্তৃতা দিয়ে জনতার মন জিতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সভা মঞ্চে প্রবেশ করে বাংলার মা, ভাই, বোনের উদ্দেশ্যে বেশ কিছু বাংলায় কথা বললেন। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করতে এসে, তিনি এই দিন কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক তৃণমূল সরকারকে। তিনি বলেন , ১০ বছরে বাংলায় হিংসা-দুর্নীতি বেড়েছে।
#WATCH | "I feel blessed to be able to visit the holy land of Midnapore…," says PM Narendra Modi in Bengali. #WestBengal pic.twitter.com/MVNfkq9XTs
— ANI (@ANI) February 7, 2021
প্রসঙ্গত এই দিন তিনি বলেন মেদিনীপুরের পবিত্র মাটিতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মাটি বিপ্লবি ক্ষুদিরাম বসুর রক্তে রক্তিম হয়েছে। এই মাটিতে স্বাধীনতার আগে তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। আবার এই পবিত্র মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যিনি বাঙালীকে বর্ণপরিচয় দিয়েছেন। মেদিনীপুরের এমন মাটির গুণে আমি সত্যিই মুগ্ধ। তিনি এই দিন বলেন বাম আমলের থেকে এখন বাংলার অবস্থা আরও খারাপ। মানুষ মমতার উপর ভরসা করেছিল। কিন্তু তারা মমতা চেয়ে বেশি নির্মমতার শিকার হয়ে গেলেন।
আরো পড়ুন :- ব্রিগেডের প্রস্তুতি নিচ্ছে বিজেপি ! আসবেন মোদী
উলেখ্য তার কথায় দুর্নীতি এখানে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। সারা বাংলায় রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে। কৃষি আইন নিয়ে তিনি বলেন , ভারতকে খাটো করার ষড়যন্ত্র হচ্ছে। মা-মাটি-মানুষের ভারত মাতাকে শক্তিশালী করার সাহস নেই। ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা চলছে। কোনো বিদেশী শক্তি দেশের উপর হামলা করলে নীরব থাকেন দিদি। পরিবর্তন কাকে বলে দেখতে হলে ত্রিপুরার দিকে তাকান। ২০২১-এ বিজেপি ক্ষমতায় এলে বাংলায় সঠিক অর্থে পরিবর্তন আসবে।
Highlights
1. হলদিয়ার সভায় মোদির ভাষণ !
2. ২০২১-এ বিজেপি ক্ষমতায় এলে বাংলায় সঠিক অর্থে পরিবর্তন আসবে
#BJP #TMC