RRB NTPC CBT 1 পরীক্ষা 2025 : জানুন বিস্তারিত তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের রেলওয়ে চাকরিপ্রার্থীদের জন্য এক বড় আপডেটে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) আনুষ্ঠানিকভাবে RRB NTPC CBT 1 পরীক্ষা 2025-এর সময়সূচি ঘোষণা করেছে। ১৩ মে, ২০২৫-এ প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্র্যাজুয়েট লেভেল পদের CBT 1 পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন থেকে ২৩ জুন, ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

বহু প্রতীক্ষিত এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ১.২১ কোটিরও বেশি আবেদনকারী, যাঁরা ১১,৫৫৮টি NTPC পদের জন্য আবেদন করেছিলেন। এই পরীক্ষা একাধিক শিফটে এবং দিনে অনুষ্ঠিত হবে এবং এতে ভারতীয় রেলওয়ের বিভিন্ন প্রযুক্তিগত ও অ-প্রযুক্তিগত পদ অন্তর্ভুক্ত থাকবে।CBT 1 পরীক্ষার প্যাটার্ন ও সময়সূচি

CBT 1 পরীক্ষায় থাকবে ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন, যেগুলি জেনারেল অ্যাওয়ারনেস, অঙ্ক এবং রিজনিং ও জেনারেল ইন্টেলিজেন্স বিষয়ক হবে। পরীক্ষার সময়কাল ৯০ মিনিট এবং প্রতিদিন তিনটি শিফটে অনুষ্ঠিত হবে।CBT 1-এ উত্তীর্ণ প্রার্থীরা CBT 2, এরপর স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা-র জন্য ডাকা হবে।

অ্যাডমিট কার্ড ও সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশের তারিখ

সিটি ইনটিমেশন স্লিপ পরীক্ষার ১০ দিন আগে অর্থাৎ আনুমানিক ২৫ মে, ২০২৫ থেকে প্রকাশিত হবে। এর পরে অ্যাডমিট কার্ড ৪ দিন আগে অর্থাৎ আনুমানিক ১ জুন, ২০২৫ থেকে পাওয়া যাবে।

প্রার্থীরা তাঁদের সংশ্লিষ্ট আঞ্চলিক RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন