SBI নাকি PNB? জানুন কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ১ লাখ টাকা বিনিয়োগে বেশি সুদ পাবেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখন অনেক মানুষ আছে যারা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেন। কারণ এই সঞ্চয় প্রকল্প সকলের জানা ও বিশ্বস্ত বলেই মনে করেন অনেকে। ব্যাংক বা পোস্ট অফিস এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ করার সুযোগ পেয়ে থাকেন। বিনিয়োগ করার আগে দেখে নেওয়া উচিত যে প্রতিষ্ঠানে আপনি আপনার উপার্জন করা অর্থ বিনিয়োগ করছেন সেটি আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে কিনা, সেই সাথে আপনার বিনিয়োগের উপর সুদের পরিমাণ কত রয়েছে। এসবিআই ও পিএনবি হল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলির মধ্যে অন্যতম।

ব্যাংকে ফিক্সড ডিপোজিট সুদের হার ২০২৫

এই দুটি বিষয় পর্যালোচনা করেই যে কোনো জায়গায় বিনিয়োগ করা উচিত। বর্তমানে বেশিরভাগ ব্যক্তি বিনিয়োগ করার ক্ষেত্রে দীর্ঘকালীন বিনিয়োগ করার প্রতি ইচ্ছা দেখায়। আজকে এই প্রতিবেদনে SBI ও PNB এই দুই ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে ৫ বছরের জন্য ১ লাখ টাকার FD করলে আপনি বেশি রিটার্ন পাবেন সেই সংক্রান্ত তথ্য আলোচনা করা হবে।

আরও পড়ুন:- সুনীতারা পৃথিবীতে ফেরার পথে স্পেস স্টেশন থেকে কীভাবে বিচ্ছিন্ন হলেন? দেখুন ভিডিও

1 Lakh Rupees Fixed Deposit Interest Rate 2025

বর্তমানে প্রত্যেকটি ব্যাংক রিজার্ভ ব্যাংকের রেপো রেট অনুসারে অধিক মাত্রায় সুদ দিয়ে থাকে। তবে এই ক্ষেত্রেও বিবেচনা করে নেওয়া উচিত, কোন ব্যাংক একটু বেশি সুদ প্রদান করছে। যদিও প্রত্যেকটি ব্যাংক ভালো মতন সুদ প্রদান করে থাকে, তবে তার মধ্যেও যে দুটি ব্যাংক শীর্ষ তালিকায় রয়েছে আজকে সেই দুটি ব্যাংকের সুদ সম্পর্কে দেখে নেওয়া যাক।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এফডি

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের সবথেকে বৃহত্তম সরকারি ব্যাংক। এই ব্যাংকে সব থেকে বেশি গ্রাহক রয়েছে। আর্থিক নিরাপত্তার দিক থেকে হোক কিংবা ভালো রিটার্নের ক্ষেত্রে এসবিআই অন্যতম। SBI তে ১ বছরের জন্য FD করলে সুদের হার ৬.৮ শতাংশ দেওয়া হয়। আপনি যদি ১ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটির সময়ে ৫,৩৪,৮৭৭ টাকা পাবেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এফডি

দেশের বৃহত্তম সরকারি ব্যাংক গুলোর মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অন্যতম। বর্তমানে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় অনেক। PNB তেও ১ বছরের মেয়াদের FD সুদের হার ৬.৮ শতাংশ দেওয়া হয়। কেউ যদি এই ব্যাংকে ১ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে ম্যাচিউরিটির সময়ে ৫,৩৪,৮৭৭ টাকা পাবেন অর্থাৎ আপনি এই দুই ব্যাংকের মধ্যে যে কোনো একটি ব্যাংকে বিনিয়োগ করলে সুদের পরিমাণ একই রকম পাচ্ছেন।

এর ফলে বোঝা যাচ্ছে এই দুটি ব্যাংক বিনিয়োগের জন্য যেমন আর্থিক নিরাপত্তা দিচ্ছে, অন্য দিকে বিনিয়োগের মেয়াদ শেষে ভালো রিটার্ন দিচ্ছে। এই দুই ব্যাংকের মধ্যে তেমন কোন একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না রিটার্নের ক্ষেত্রে। আপনি নির্ভাবনায় SBI বা PNB এর মধ্যে যে কোনো একটি ব্যাংকে বিনিয়োগ করতেই পারেন। বিনিয়োগের সকল অবশ্যই সুদ ও রিটার্ন সম্পর্কে জেনে নিতে ভুলবেন না।

 

আরও পড়ুন:- ফাইন বাড়ল ট্র্যাফিকে, কোন আইন ভাঙলে কত জরিমানা? জেনে নিন

আরও পড়ুন:- আপনার সন্তান মোটা হয়ে যাচ্ছে, মা-বাবারা এই ভুলগুলো করছেন না তো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন