Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। সম্প্রতি, সুপ্রিম কোর্ট “র্যাঙ্ক জাম্প” করে চাকরি পাওয়া প্রার্থীদের বিষয়ে এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই রায় বহু চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
সুপ্রিম কোর্টের নির্দেশ:
বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, যে সকল প্রার্থীরা “র্যাঙ্ক জাম্প” করে চাকরি পেয়েছেন, তারা “অযোগ্য” বলে বিবেচিত হবেন। এর ফলে, SSC দ্বারা পরিচালিত ভবিষ্যতের কোনও নতুন নিয়োগ পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবেন না। আদালত সাফ জানিয়েছে, “অযোগ্য মানে অযোগ্য” এবং এই ধরনের প্রার্থীদের পরীক্ষায় বসার কোনও অধিকার নেই।
র্যাঙ্ক জাম্প কী?
“র্যাঙ্ক জাম্প” হল এমন একটি প্রক্রিয়া যেখানে কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা বিভিন্ন কারচুপির মাধ্যমে মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের টপকে চাকরি পেয়েছেন। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল এবং অবশেষে সুপ্রিম কোর্ট এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল।
চাকরি হারানো প্রার্থীদের আবেদন খারিজ:
যেসব প্রার্থীরা র্যাঙ্ক জাম্পের কারণে চাকরি হারিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে তাদের OMR শিটে কোনও কারচুপি হয়নি ও তারা এই প্রক্রিয়ার শিকার, তাদের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এর ফলে, ৩১শে মে-র মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা, তাতে এই চাকরি হারানো প্রার্থীদের অংশগ্রহণের আশা ক্ষীণ হয়ে গেল।